নতুন ক্রিকেটার অন্বেষণে চট্টগ্রামে আঞ্চলিক টি–টোয়েন্টি টুর্নামেন্ট
চট্টগ্রাম অঞ্চলের নতুন প্রতিভাবান ক্রিকেটার অন্বেষণের লক্ষ্যে শুরু হতে চলেছে চট্টগ্রাম আঞ্চলিক টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।
চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা দল নিয়ে ২৮ আগস্ট শুরু হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক চট্টগ্রাম আঞ্চলিক টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম ও জেলা স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। দুটি সেমিফাইনাল ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ফাইনাল হবে দিবারাত্রির।