খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ৩০শে আগস্ট ২০২৫

কোয়াবের নির্বাচনে ইচ্ছুক নন তামিম ইকবাল!

শুরুতে জানা যাচ্ছিল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নতুন সভাপতি হতে পারেন তামিম। তবে, কোয়াবের নির্বাচনে ইচ্ছুক নন খান সাহেব।
ক্রিকেট বোর্ডের নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছার কারণে কোয়াবের পদে থাকছেন না বলে জানা গিয়েছে।

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) কাঠামোতে আসবে বড় পরিবর্তন।
দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন নির্বাচনে নেই সাধারণ সম্পাদক (সেক্রেটারি) পদ।
নতুন করে গঠিত হতে যাওয়া কমিটিতে থাকবে একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি, একজন সহ-সভাপতি এবং আটজন কার্যনির্বাহী সদস্য।

আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ সেপ্টেম্বর।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুপুর তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। বর্তমান ১৩ সদস্যের অ্যাড-হক কমিটির মূল দায়িত্ব নির্বাচন আয়োজন।

কোয়াবের বর্তমান কমিটির আহবায়ক সেলিম শাহেদ ও মিনহাজুল আবেদিন নান্নুর সভাপতি পদপ্রার্থী হওয়ার কথা জানা গিয়েছে।
যদি এখনো সেলিম শাহেদ নমিনেশন ফর্ম নেননি। এছাড়া সহ-সভাপতি হিসেবে মোহাম্মদ মিঠুনের কথা জানা গিয়েছে।

এদিকে, সাধারণ সদস্যের বিষয়ে তিন ধরনের ক্যাটাগরি রাখা হয়েছে।
প্রথমে রাখা হয়েছে আজীবন সদস্যপদ ক্যাটাগরি। যেখানে জাতীয় দলের সাবেক খেলোয়াড়রা ৫০ হাজার টাকার বিনিময়ে এই পদ নিতে পারবেন।

কোয়াবের নির্বাচনে ইচ্ছুক নন তামিম ইকবাল!
আর জাতীয় দলের বাইরের খেলোয়াড়দের গুনতে হবে ১ লাখ টাকা। এই ক্যাটাগরিতে যারা থাকবেন তাদের বাৎসরিক ফি দেওয়া লাগবে না এবং পূর্ণ ভোটের অধিকার দেওয়া হবে।

দ্বিতীয়ত স্থায়ী সদস্যপদ।
১৯৭২ সাল থেকে এখন পর্যন্ত জাতীয় দল, প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ অথবা ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছেন এমন ক্রিকেটাররা ৫ হাজার টাকা দিয়ে এই পদ নিতে পারবেন।

এই ক্যাটাগরির সদস্যদের বাৎসরিক ফি দেওয়া লাগবে। এর বাইরে রয়েছে সহযোগী সদস্যপদ।
এই ক্যাটাগরির জন্য ২ হাজার টাকা ফি ও বাৎসরিক ফি ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এই সদস্যরা ভোটের অধিকার পাবেন না।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy