বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর এবারের আসরে নানা কল্পনা জল্পনার পরে ঢাকা দলের ফ্রাঞ্চাইজির দায়িত্ব নিচ্ছে মিনিস্টার গ্রুপ। বিডিক্রিকটাইম সূত্রে জানা গেছে,মিনিস্টার গ্রুপ এবার ঢাকা দলকে প্রতিনিধিত্ব করবে।
এবারের আসরে বিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী ঢাকার মালিকানা হতে চেয়েছিল রূপা ও মার্ন গ্রুপ। বেধেঁ দেওয়া সময়ের মধ্যে প্রতিষ্ঠান দুটি নির্দিষ্ট অর্থ ব্যাংক ড্রাফট করতে ব্যর্থ হওয়ায় তাদেরকে ছেঁটে ফেলে বিপিএল গভর্নিং কাউন্সিল কমিটি। তার প্রেক্ষিতে কোন ফ্রাঞ্চাইজি ছাড়া স্বয়ং বিসিবির তত্ত্বাবধানে ড্রাফটে বসে ঢাকা দল। অবশেষে বিপিএলের আগ মুহূর্তে ঢাকার মালিকানা নিলো মিনিস্টার গ্রুপ। দলের নাম হবে, মিনিস্টার গ্রুপ ঢাকা।
তারকায় ঠাসা দলটি মাহমুদউল্লাহকে ডিরেক্ট সাইনিংয়ে নিলেও আছেন মাশরাফি বিন মর্তুজা, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, আন্দ্রে রাসেল, নাজিবুল্লাহর জাদরান সহ নামী খেলোয়াড়রা।
এক নজরে ঢাকা দল:
মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল,মাশরাফি বিন মর্তুজা, রিশাদ হোসেন, ইসুরু উদানা (শ্রীলঙ্কা), কাইস আহমেদ (আফগানিস্তান), নাজিবুল্লাহ জাদরান (আফগানিস্তান), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), রুবেল হোসেন, শুভাগত হোম চৌধুরী, মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), ফজল হক ফারুকী (আফগানিস্তান), নাঈম শেখ, আরাফাত সানি, ইমরান উজ জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, শামসুর রহমান, এবাদত হোসেন।