প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দিলো বাংলাদেশ
১৪ জানুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজে শুরু হচ্ছে যুব বিশ্বকাপের মহারণ। তার আগে দারুণ এক জয় নিয়ে প্রস্তুতি ম্যাচ শেষ করলো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ। বৃষ্টি আইনে ১৫৫ রানে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে আইচ মোল্লারা।
সেইন্ট কিটসের ওয়ার্নার পার্কে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেই বাংলাদেশ । ব্যাট হাতে শুরুটা বিপর্যয়ের মুখে পড়ে যুবারা৷ দলীয় ৭ রানেই ওপেনার ইফতেখার হোসেন এবং সপ্তম ওভারে নওরোজ নাবিল মাঠ ছাড়লে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ২৩ রান।
এরপর ওপেনার আরিফুল ইসলাম, আইচ মোল্লাকে সঙ্গে নিয়ে খেলে যান। ৪০ রান করে ওপেনার আরিফ মিচেল এর বলে আউট হয়ে গেলে ফাহিম ও আইচ মোল্লা বড় জুটি গড়েন। ৮১ রানের এই জুটি ভেঙে ফাহিম সাজঘরে ফিরলেও একপাশ আগলে রাখেন আইচ মোল্লা। পেয়ে যান অর্ধশতকের দেখাও। শেষ পর্যন্ত সেঞ্চুরি থেকে ১৮ রান দূরে থাকতে অর্থাৎ ৮২ রানে স্কেচের বলে আউট হন আইচ।
এরপর অধিনায়ক রাকিবুলের ৩৬ ও রিপন মণ্ডলের ৩৯ রানের ইনিংসে জিম্বাবুয়ের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭৭ রানের।
জবাবে ব্যাট করতে নেমে বৃষ্টির কারনে স্কোর ছোট হয়ে আসলেও সেটি পেরে উঠতে পারেনি জিম্বাবুয়ে। নাইমুর রহমানের গতির ঝড়ে সব উইকেট হারিয়ে মাত্র ১১০ রান করতে সামর্থ্য হয় তারা।
১৮ রানে ৩ উইকেট নেন নাইমুর রহমান। দুটি করে উইকেট নেন আবদুল্লাহ আল মামুন ও আরিফুল ইসলাম। আর একটি করে উইকেট পান রিপন মণ্ডল, তানজিম হাসান সাকিব ও মুশফিক হাসান।
স্কোরবোর্ড : ( বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ)
টস: বাংলাদেশ
বাংলাদেশ : ২৭৭/১০ (৪৯.৫ ওভার)
আইচ মোল্লা ৮২, আরিফ ৪০, রিপন ৩৯ ; মিচেল ৩০/৪, শনকেন ৪৮/২
জিম্বাবুয়ে : ১১০/১০ (৩৫.২ ওভার)
সল ৩৯, মাকুনি ২২ ; আরিফ ৬/২, নাঈম ১৮/৩
ফলাফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ডিলএস মেথডে ১৫৫ রানে জয়ী।