বেয়ারস্টোর দুর্দান্ত সেঞ্চুরি সিডনি টেস্টে পাল্টা লড়াই ইংল্যান্ডের
অ্যাশেজে সিডনি টেস্টে জনি বেয়ারস্টোর সেঞ্চুরিতে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করলো ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে ৭ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ২৫৮ রান।
সিডনি টেস্টে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৪১৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করা অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড দ্বিতীয় দিনের শেষে বিনা উইকেটে ১৩ রান তুলেছিল। এরপর তৃতীয় দিন সকালে খেলতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংলিশরা। মাত্র ৩৬ রানেই ৪ উইকেট হারিয়ে বসে তারা।
এরপর চাপে পড়া দলকে খাদের কিনারা থেকে তুলে আনেন জনি বেয়ারস্টোর। পঞ্চম উইকেটে বেন স্টোকসকে নিয়ে ১২৮ রানের জুটির পর লোয়ার অর্ডারের মার্ক উডের সঙ্গে ৭২ রান তুলে ইংলিশদের ফলোঅনের শঙ্কা থেকে বাঁচিয়েছেন তিনি।
First ton for an England batter in the series and it’s Jonny Bairstow 💥
Watch the #Ashes live on https://t.co/CPDKNxoJ9v (in select regions) 📺#AUSvENG | #WTC23 pic.twitter.com/RREWuuOXxd
— ICC (@ICC) January 7, 2022
তৃতীয় দিনের শেষে ১৪০ বলে ৮ বাউন্ডারি আর ৩ ছক্কায় ১০৩ রানে অপরাজিত আছেন জনি বেয়ারস্টোর। সঙ্গে ৪ রান নিয়ে ব্যাটিংয়ে জ্যাক লিচ। অন্যদিকে অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড।
স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৪১৬/৮ ডি. (৭০ ওভার) খাজা ১৩৭, স্মিথ ৬৭; ব্রড ১০১/৫, রুট ৩৬/১
ইংল্যান্ড ১ম ইনিংস : ২৫৮/৭ (৭০ ওভার) বেয়ারস্টো ১০৩, স্টোকস ৬৬, লিচ ৪*; বোল্যান্ড ২৫/২, কামিন্স ৬৮/২