বর্ষসেরা কোচের লড়াইয়ে টুখেল-মানচিনি-গুয়ার্দিওলা
ফিফা বর্ষসেরা কোচ হওয়ার লড়াইয়ে ছিটকে পড়েছেন ২৮ বছর পর আর্জেন্টিনাকে কোপা আমেরিকা শিরোপা জেতানো কোচ লিওনেল স্কালোনি।
ফিফার বর্ষসেরা কোচের তালিকায় সেরা তিনে জায়গা করে নিয়েছেন ইতালিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতানো রবের্তো মানচিনি, ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা এবং চেলসির কোচ টমাস টুখেল।
গেল বছরের ২১ নভেম্বর বর্ষসেরা কোচের তালিকা সাত জনের নাম প্রকাশ করেছিল ফিফা। ঐ সাত জনের তালিকা থেকে বাদ পড়েছেন আর্জেন্টিনার কোচ স্কালোনি সহ, জার্মানি কোচ হ্যান্সি ফ্লিক, টটেনহ্যাম হটস্পারের বর্তমান কোচ আন্তোনিও কন্তে এবং অ্যাতলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনে।
আগামী ১৭ জানুয়ারি জুরিখে ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।