অস্ট্রেলিয়া ওপেন খেলা হচ্ছে না জোকোভিচের
টেনিস তারকা নোভাক জোকোভিচের খেলা হচ্ছে না অস্ট্রেলিয়া ওপেনে। করোনা ভ্যাকসিন না নেওয়ায় মেলবোর্নে আসার পর করোনা প্রতিরোধের কড়া নিয়মে জোকোভিচের অস্ট্রেলিয়ায় প্রবেশের ভিসা বাতিল করেছে দেশটির সীমান্ত বাহিনী।
বিবিসি সূত্র মতে,অস্ট্রেলিয়া ওপেন খেলতে মেলবোর্ন বিমানবন্দরে নামার পর তাঁকে কয়েক ঘণ্টা সেখানে বসিয়ে রাখা হয়। দেশটিতে প্রবেশের নিয়ম যথাযথ পূরণ না করায় তাঁকে ঢুকতে দেওয়া হয়নি বলে জানায় দেশটির সীমান্ত বাহিনী। পরে একটি বহির্গামী ফ্লাইটে অস্ট্রেলিয়া থেকে ফেরত পাঠানো হবে জোকোভিচকে।
জোকোভিচ বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলে দিয়েছেন, ‘জোকোভিচের ভিসা বাতিল করা হয়েছে। নিয়মের উর্ধ্বে কেউ নয়। বিশ্বে করোনায় মৃত্যুর হার অস্ট্রেলিয়ায় অনেকাংশে কম। একমাত্র কঠোর সীমান্ত নীতির কারনেই এমনটা হয়েছে। আমরা নিয়মের মধ্যেই যাব’।
এর আগে গত বছর ‘টিকা নেওয়ার পক্ষে নয় ‘ এমন বক্তব্য দিয়েছিলেন বিশ্বের এক নম্বর সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ।