নান্নু-আশরাফুল ইস্যুতে সরগরম ক্রিকেটপাড়া
বাংলাদেশ ক্রিকেটের প্রথম আন্তর্জাতিক তারকা ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে দেশদ্রোহী ও ফিক্সার বলেন মিনহাজুল আবেদীন নান্নু। টেলিভিশনের এক লাইভ অনুষ্ঠানে আশরাফুল নিয়ে এসব কথা বলেন তিনি। জবাবে ফেসবুক লাইভে এসে নান্নুর মন্তব্যের কড়া জবাব দিলেন আশরাফুল।
বাংলাদেশ ক্রিকেটের এই সাবেক দুই অধিনায়কের বাকবিতন্ডায় ইতিমধ্যেই সরগরম শুরু হয়েছে ক্রিকেট পাড়ায়। তাই এ অনাকাঙ্ক্ষিত ‘বাগযুদ্ধ’ নিয়ে মন্তব্য করেছেন ক্রিকেট অপারেশন্সের নতুন প্রধান জালাল ইউনুস। তিনি বলেন,
‘প্রধান নির্বাচকের মতো গুরুত্বপূর্ণ পদে বহাল থেকে একজন সাবেক অধিনায়ককে দেশদ্রোহী বলা ঠিক হয়নি। আমি শুনেছি এটা। এটা নিয়ে আমাদের আলাপ-আলোচনা হয়েছে।’
এর আগে সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আশরাফুল বলেছেন, ‘নির্বাচক প্যানেলের সদস্যদের মেয়াদ ৩-৪ বছর হলেই ভালো।’ পরে এই বিষয়ে নান্নুর কাছে একই টেলিভিশনের এক লাইভ অনুষ্ঠানে জানতে চাওয়া হয়। তখন তিনি আশরাফুলকে দেশদ্রোহী ও ফিক্সার বলে আখ্যায়িত করেন।