মিঠুনের সেঞ্চুরিতে স্বস্তিতে দিন শেষ করলো সেন্ট্রাল জোন
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ২০২১-২২ আসরে ফাইনালে শিরোপা লাড়ইয়ে বিসিবি সাউথ জোনের বিপক্ষে মাঠে নামে ওয়াল্টন সেন্ট্রাল জোন। প্রথম ইনিংসে বিসিবি সাউথ জোনের ৩৮৭ রানে জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৬ রানে ৪ উইকেট হারিয়ে পেলে ওয়াল্টন সেন্ট্রাল জোন। তবে মোহাম্মদ মিঠুনের দারুণ সেঞ্চুরিতে ১৮৭ রানে দিন শেষ করে তারা।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাউথ জোনের হয়ে দ্বিতীয় দিনে ৫ উইকেটে ২৬১ রান নিয়ে খেলতে নেমে অর্ধশতকের দেখা পান ফরহাদ রেজা ও জাকির হাসান। এরপর ৭১ রান করে ফরহাদ সাজ ঘরে ফিরলে জাকির হাসানের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে তারা ৩৮৭ রানে থামে বিসিবি সাউথ জোন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সেন্ট্রাল জোন। স্কোর বোর্ডে মাত্র ১৬ রান তুলতেই সাজ ঘরে ফেরেন দলটির ৪ ব্যাটার। তাদের মধ্যে সৌম্য ৩, তাইবুর ৪ ও সালমান ১ রান করলেও রানের খাতা খোলার আগেই আউট হয়ে মাঠ ছাড়েন মজিদ।
এরপর চাপে পড়া সেন্ট্রাল জোনের হাল ধরে প্রতিরোধ গড়ে তোলেন মিঠুন ও শুভাগত। প্রায় দুই সেশন অনবদ্য ব্যাটিয়ে কাটিয়ে দেন দুজনে। পঞ্চম উইকেট জুটিতে দুইজনের ব্যাট থেকে আসে ১৬৮ রান। যার মধ্যে শেষ বিকেলে ১৪৭ বলে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি তুলে নেন মিঠুন। অপরপ্রান্তে ১৩৫ বলে ৬৭ রান করে অপরাজিত আছেন শুভাগত। ফলে ৪ উইকেটে ১৮৭ সংগ্রহে ২য় দিনের খেলা শেষ করে সেন্ট্রাল জোন।
অন্যদিকে সাউথ জোনের হয়ে একটাই ৪ উইকেট শিকার করেন ফরহাদ রেজা।
স্কোর:
বিসিবি সাউথ জোন : ৩৮৭/১০ (১১১.৩ ওভার) জাকির ১০৭*, বিজয় ৭৬, ফরহাদ রেজা ৭১, পিনাক ৬৫; মুরাদ ১০১/৫, শুভাগত ৫১/৩, রনি ৭৬/২
ওয়ালটন সেন্ট্রাল জোন : ১৮৪/৪ (৫৩ ওভার) মিঠুন ১০২*, শুভাগত ৬৭*; ফরহাদ রেজা ৩১/৪