খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বুধবার, ৪ঠা ডিসেম্বর ২০২৪

ব্যাটিংএ দাপট দেখাচ্ছে বাংলাদেশ

0

নিউজিল্যান্ডে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং দাপট অব্যাহত রেখেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয় ও অধিনায়ক মুমিনুল হকের দেখানো পথে অর্ধশতকের দেখা পেয়েছেন লিটন দাস। তাতে লিডের পথে এগুচ্ছে টাইগাররা। এখন অব্দি টাইগাররা ১২৫ ওভার শেষে ৩২৯ রান ৪ উইকেটে

ব্ল্যাক ক্যাপসদের ৩২৮ রানের জবাবে দাপুটে ব্যাটিংয়ে টাইগারদের সংগ্রহ এরই মধ্যে ৩০০ রান ছাড়িয়েছে। পঞ্চম উইকেটে দারুণ জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে দিচ্ছে মুমিনুল-লিটন।

২ উইকেটে ১৭৫ রান নিয়ে সোমবার ব্যাটিংয়ে নেমে শুরুতে ধাক্কা খায় টাইগাররা। আগের দিন ৭০ রানে অপরাজিত থাকা জয় ৮ রান যোগ করতেই আউট হয়ে যায়। মুশফিকও ৫৩ বল খেলে ১২ রান করে প্যাভিলিয়নে চলে যায়।

এরপর পঞ্চম উইকেট জুটিতে দারুণ প্রতিরোধ গড়ে তুলেছেন মুমিনুল ও লিটন। দুজনই পেয়েছেন অর্ধশতকের দেখা। ক্যারিয়ারের ১৫তম টেস্ট ফিফটিকে সেঞ্চুরিতে নেওয়ার জন্য লড়ে যাচ্ছেন মুমিনুল। অন্যদিকে ৯৭ বলে ৪ বাউন্ডারিতে পঞ্চাশ ছুঁয়েছেন লিটন। এখন পর্যন্ত মুমিনুল- লিটন জুটি ২১২ বলে ১১৯ রান করে অপরাজিত আছেন।

স্কোরবোর্ড :
টস: বাংলাদেশ
৩য় দিন

নিউজিল্যান্ড (১ম ইনিংস) : ১০৮ ওভার ৩২৮/১০
ইয়াং ৫২, কনওয়ে ১২২, নিকোলস ৭৫ ; শরিফুল ২৬-৭-৬৯-৩, মিরাজ ৩২-৯-৮৬-৩, মুমিনুল ৪.১-০-৬-২

বাংলাদেশ (১ম ইনিংস) : ১২৫ ওভার ৩২৯/৪*
সাদমান ২২, শান্ত ৬৪, জয় ৭৮, মুমিনুল ৬৯*, লিটন ৬৫*; ওয়াগন্যার ৩১-৮-৭২-৩

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy