মুরাদের স্পিন ভেল্কিতে দিন শেষে ম্যাচে ফিরলো সেন্ট্রাল জোন
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ২০২১-২২ আসরে ফাইনালে শিরোপা লড়াইয়ে বিসিবি সাউথ জোনের বিপক্ষে মাঠে নামে ওয়াল্টন সেন্ট্রাল জোন। এনামুল হক বিজয় ও পিনাক ঘোষের অর্ধশতকে প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে বিসিবি সাউথ জোনের সংগ্রহ ২৬১ রান। তবে শেষ সেশনে চমক দেখিয়ে সেন্ট্রাল জোনের হয়ে একাই ৪ উইকেট নেন হাসান মুরাদ।
কুয়াশার কারণে সকালে মিরপুরে নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা দেরিতে খেলা শুরু হলে টসে হেরে আগে ব্যাট করতে নামে বিসিবি সাউথ জোন। আগে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ ভাবে করে সাউথ জোনের দুই ওপেনার বিজয় ও পিনাক। দুইজনের অর্ধশতকে উদ্বোধনী জুটিতেই ১৩৭ রান করেন সাউথ জোন।
ব্যক্তিগত ৬৫ রানে হাসান মুরাদের বলে বোল্ড হয়ে পিনাক ঘোষ সাজ ঘরে ফিরার পরপরই ঐ সেশনে আরও একটি উইকেট হারায় দলটি। আগের ম্যাচে শতক হাঁকানো অমিত হাসান। এদিনে মাত্র ১০ রান করে আবু হায়দার রনির বলে আউট হয়ে করে মাঠ ছাড়েন তিনি।
এর পরের ওভারে হাসান মুরাদের জোড়া শিকারে সাজ ঘরে ফিরেন এনামুল বিজয় ও তৌহিদ হৃদয়। দলের হয়ে ১৭১ বলে ৬ চার ও ১ ছয়ে ৭৬ রান করেন বিজয়। অন্যদিকে রানের খাতা খোলার আগেই ক্যাচ তুলে আউট হন তৌহিদ হৃদয়।
পরপর দুই ওভারে তিন উইকেট হারানো সাউথ জোনের হাল ধরেন জাকির হাসান ও মেহেদী হাসান। যদিও তেমন সুবিধা করতে না পারায় মেহেদীও আউট হন মাত্র ৯ রানে। এরপর জাকিরের সঙ্গ নিয়ে অধিনায়ক ফরহাদ রেজার ৮০ রানের অবিচ্ছেদ্য জুটিতে ৫ উইকেট হারিয়ে ২৬১ রানে ১ম দিন শেষ করে বিসিবি সাউথ জোন। জাকির ৪৪ ও ফরহাদ ৪৬ রানে অপরাজিত আছেন।
অন্যদিকে সেন্ট্রাল জোনের হয়ে ২০ ওভার হাত ঘুরিয়ে ৭০ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন হাসান মুরাদ। অপর উইকেটটি নিয়েছেন আবু হায়দার রনি।