নিউজিল্যান্ডে মুশফিক-জয় এর অর্ধশতকে ড্র প্রস্তুতি ম্যাচ
নিউজিল্যান্ডে ২ ম্যাচ টেস্ট সিরিজ সামনে রেখে বাংলাদেশ ও নিউজিল্যান্ড একাদশের মধ্যকার দুই দিনের প্রস্তুতি ম্যাচটি ড্র হয়েছে। ম্যাচে ব্যাটে বলে ছড়ি গুড়িয়েছে বাংলাদেশ।
মাউন্ট মঙ্গানুইতে বৃষ্টিখেলায় প্রথম দিনে নিউজিল্যান্ড একাদশের উপর বেশ প্রভাব রেখেছিলেন টাইগার পেসার আবু জায়েদ রাহী ও তাসকিন আহমেদ। ওইদিন ৫ উইকেটে ৭৫ রান করেন। দ্বিতীয় দিন নিউজিল্যান্ড একাদশের ইনিংস থামে ১৪৬ রানে, ৭ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে দেন তারা। দলের পক্ষে সর্বোচ্চ করেন জ্যাকব ভুলা করেন ৫৭ রান।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই প্যাভিলিয়নের পথে সাদমান ইসলাম। এরপর শান্ত-জয়ের ৫০ রানের পার্টনারশীপে রানের চাকা এগিয়ে নিয়ে যায়। শান্ত ২৭ রান করেন। এরপর মুশফিক-জয়ের ৪৪, লিটন-মুশফিকের ৭৪ রানের জুটিতে লিড নিয়েছে বাংলাদেশ। শেষদিকে ইয়াসিরের ২১, মিরাজের ২০ রানে ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২৬৯ রানে দিন শেষ করেছে টাইগাররা।
স্কোরবোর্ড:
টস: বাংলাদেশ
নিউজিল্যান্ড একাদশ (১ম ইনিংস) : ১৪৬-৭ ডিক্লেয়ার্ড
ভুলা ৫৭; রাহী ৩৬/৩, তাসকিন ২৬/২, মিরাজ ১৪/২,
বাংলাদেশ (১ম ইনিংস) : ২৬৯/৮ (৭৬.৪ ওভার)
জয় ৬৬, শান্ত ২৭, মুশফিক ৬৬, লিটন ৪১, ইয়াসির ২১; র্যান্ডেল ২৭/২, ক্লার্ক ৫৩/২, প্রিঙ্গেল ৫৮/২
ফলাফল: ড্র