খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বৃহস্পতিবার, ৭ই নভেম্বর ২০২৪

সেঞ্চুরিয়ানে কোনঠাসা দক্ষিণ আফ্রিকা

0

সেঞ্চুরিয়ন টেস্টে তৃতীয় দিন শেষে কোনঠাসা দক্ষিণ আফ্রিকা। ৩২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তারা ১৯৭ রানে গুটিয়ে দিনশেষে ১৪৬ রানে এগিয়ে আছে সফরকারীরা। শামি ছুঁয়েছেন ২০০ উইকেটের মাইলফলক।

টস জিতে ব্যাটিংয়ে নেমে লোকেশ রাহুলের চোখ ধাধাঁনো সেঞ্চুরিতে টেস্টের দ্বিতীয় দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর তৃতীয় দিন মিলিয়ে ৩২৭ রান তোলে ভারত। এদিন সফরকারীদের বড় লক্ষ্যে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা।

আফ্রিকানরা লুঙ্গি নাগিদির ৬ উইকেট পাওয়া ছাড়া প্রথম ইনিংসে কাজের কাজ কিছুই করতে পারে নি। ঘরের মাঠে ১৯৭ রানে গুটিয়ে যায় ডি-ককরা। বাভুমার একটি মাত্র অর্ধশতক দলে। ১০৩ বলে ৫২ রান করে প্যাভিলিয়নে ফিরেন তিনি।

সেঞ্চুরিয়ন টেস্ট
সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ কে এভাবেই কুপোকাত করে দেন শামি।

 

একাই প্রোটিয়াদের ব্যাটিং লাইন আপ পুড়িয়ে দেন ভারতের পেসার মোহাম্মদ শামি। নিজের করে নেন ৫ উইকেট। এর মাধ্যমে পৌঁছে যান ২০০ উইকেটের মাইলস্টোনে। কাগিসো রাবাদাকে আউট করে পূর্ণ করেন এটি।

দুটি করে উইকেট নেন শার্দুল ঠাকুর ও বুমরা। মোহাম্মদ সিরাজ নেন একটি উইকেট।

সাউথ আফ্রিকাকে অল আউট করে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ভারত এক উইকেট হারিয়ে ১৬ রানে তোলে।৫ ও ৪ রানে অপরাজিত আছেন যথাক্রমে লোকেশ রাহুল ও শার্দুল ঠাকুর।

তৃতীয় দিন শেষে স্কোরবোর্ড :

ভারত ১ম ইনিংস : ৩২৭/১০ (১০৫.৩ ওভার)
রাহুল ১২৩, আগারওয়াল ৬০, রাহানে ৪৮
লুঙ্গি ৭১/৬, রাবাদা ৭২/৩

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ১৯৭/১০ (৬২.৩ ওভার)
বাভুমা ৫২, ডি কক ৩৪
শামি ৪৪/৫, বুমরাহ ১৬/২, শার্দূল ৫১/২

ভারত ২য় ইনিংস : ১৬/১ (৬ ওভার)
রাহুল ৫*, শার্দূল ৪*
জানসেন ৪/১

ভারতের লিড ১৪৬ রান।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy