বৃষ্টি বাধায় নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ
টেস্ট চ্যাম্পিয়নশীপের অন্তর্ভুক্ত নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু হবে ১ জানুয়ারি । মূল পরীক্ষায় নামার আগে আজ নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল।
কিন্তু প্রস্তুতি ম্যাচের প্রথম দিনই বৃষ্টির বাঁধায় পড়তে হয় বাংলাদেশ ও নিউজিল্যান্ড একাদশকে। প্রথম দিনে বৃষ্টির কারণে খেলা হলো মাত্র ২৭ ওভার ৩ বল।
মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে স্বাগতিক একাদশ। ৯.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪ রান করার পর আবারও বৃষ্টি নামে। ওই অবস্থাতেই লাঞ্চের বিরতি দেয়া হয়।
বিরতির পর আবারও শুরু হলে স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টার দিকে আবারও বৃষ্টি নামে।
কিছুক্ষণ বৃষ্টির পর আবারও খেলা শুরু হয়। বৃষ্টি খেলায় মেতেছিলো দিনটি। দিনশেষে ২৭.৩ ওভারে নিউজিল্যান্ড একাদশের রান ৫ উইকেট হারিয়ে ৭১।
বাংলাদেশের বোলারদের মধ্যে সফল আবু জায়েদ রাহী এবং তাসকিন আহমেদ। রাহী নেন ৩টি এবং তাসকিন নেন ২টি উইকেট।
২০২২ সালের ১ জানুয়ারি থেকে মাউন্ট মঙ্গানুইতে শুরু হওয়ার কথা প্রথম টেস্ট। এরপর ৯ জানুয়ারি থেকে ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট। দুটি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাভুক্ত।
স্কোরকার্ড:
টস: বাংলাদেশ
নিউজিল্যান্ড একাদশ: ২৭.৩ ওভার ৭১/৫
রেনউইক ১৮, ভুলা ২১*, অভি ৪*, তাসকিন ২৭/৩, রাহি ২৬/২