বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জৌলুসপূর্ণ টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ( বিপিএল) এর অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট হয়ে গেলো গতকাল। সেখানে দেশি বিদেশি খেলোয়াড়দের কিনতে কোটি কোটি টাকা খরচ করে দলের শক্তি সামর্থ্য বাড়িয়েছে এবারের ৬ টি ফ্রাঞ্চাইজি।
গতকাল ড্রাফটের পর ছয়টি ফ্র্যাঞ্চাইজি দলের স্কোয়াডের উপর ভিত্তি করে খসড়া হিসেবে বের করা হয়েছে কোন দলের স্কোয়াড সবচেয়ে দামি। ফ্রাঞ্চাইজি গুলোর মধ্যে সবচেয়ে হাতখোলা খরচায় দল গঠন করেছে ফরচুন বরিশাল। আর সবচেয়ে বেশি কার্পন্যতা দেখিয়েছে প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স।
এবারের বিপিএলে সবচেয়ে বেশি খরুচে দল গঠন করেছে ফরচুন বরিশাল। সব মিলিয়ে তারা দল গঠন করতে খরচ করেছে ৪ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা। বিদেশি ক্রিকেটার কিনতেই তাদের খরচ হয়েছে ১ কোটি ৪০ লাখ ২৫ হাজার টাকা। দেশি খেলোয়াড় কিনতে খরচ হয়েছে ২ কোটি ৮৬ লাখ টাকা।
খরচের দিক থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স রয়েছে দ্বিতীয় স্থানে। তারা মোট ৪ কোটি ২৬ লাখ টাকা ব্যয় করেছে খেলোয়াড় কেনার জন্য। বিদেশি খেলোয়াড় কিনতে তারা খরচ করেছে ৮৫ লাখ টাকা। দেশি খেলোয়াড় কিনতে খরচ করেছে ৩ কোটি ৪১ লাখ টাকা।
মাহমুদুল্লাহ,মাশরাফি ও তামিমের ঢাকা রয়েছে তিন নম্বরে। তারা খরচ করেছে ৪ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা। দেশি ক্রিকেটার কিনতে খরচ করেছে ৩ কোটি ৫১ লাখ টাকা। দেশি ক্রিকেটারের পেছনেই সবচেয়ে বেশি ব্যয় করেছে তারা।
দল গঠনে ভারসাম্য না থাকলেও ঠিকই টাকা খরচ করেছে সিলেট সানরাইজার্স। চার নম্বরে রয়েছে তারা তারা খরচ করেছে ৩ কোটি ৭৬ লাখ ২৫ হাজার টাকা। বিদেশি কিনতে খরচ করেছে ১ কোটি ৬ লাখ ২৫ হাজার টাকা। দেশি কিনতে খরচ করেছে ২ কোটি ৭০ লাখ টাকা।
তারুণ্য নির্ভর দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খরচ করেছে ৩ কোটি ৬ লাখ টাকা। তারা বেশিরভাগ খেলোয়াড় কিনেছে ‘সি’ ‘ডি’ গ্রুপ থেকে। বিদেশি কিনতে তারা খরচ করেছে ৬৮ লাখ টাকা এবং দেশি ক্রিকেটার কিনতে খরচ করেছে ২ কোটি ৩৮ লাখ টাকা।
সবচেয়ে কম টাকা খরচ করেছে মুশফিকের খুলনা টাইগার্স। তারা মোট খরচ করেছে ২ কোটি ৮২ লাখ টাকা। বিদেশি ক্রিকেটার কিনতে তারা খরচ করেছে ৫১ লাখ টাকা এবং দেশি ক্রিকেটার কিনতে খরচ করেছে ২ কোটি ৩১ লাখ টাকা।
বিপিএলে ছয় দল সম্মিলিতভাবে খেলোয়াড় কিনতে ব্যয় করেছে ২২ কোটি ২৭ লাখ টাকা। তবে হিসেবের বাইরে রাখা হয়েছে ডিরেক্ট সাইনিংএ কেনা বিদেশি খেলোয়াড়দের।