করোনা ঝুঁকিতে অ্যাশেজের বক্সিং ডে টেস্ট
বক্সিং ডে অ্যাশেজের দ্বিতীয় দিনের শুরুতে করোনা শঙ্কায় পড়ে গিয়েছিলো ইংল্যান্ড। তাদের পরিবারের দুই সদস্য এবং দুইজন টিম স্টাফ করোনা পজিটিভ হয়েছেন। যার কারনে দ্বিতীয় দিনের খেলা শুরু করতে নির্ধারিত সময়ের ৩০ মিনিট দেরি হয়।
ইংল্যান্ড দলের এক খেলোয়াড়ের পরিবারের একজন সদস্য করোনা পজিটিভ হওয়ার পর ইংল্যান্ডের সব খেলোয়াড়ের করোনা পরীক্ষা করা হয়। কিন্তু কোন খেলোয়াড়ের করোনা পজিটিভ আসে নি। ইংল্যান্ড তাদের করোনা পরীক্ষার ফলাফল পেতে দেরি হওয়ায় হোটেল ত্যাগ করতে কিছুটা বিলম্ব হয়।
ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানায়, ‘সব খেলোয়াড়ে করোনা পরীক্ষা করে ফলাফল পেতে দেরী হওয়ায় মাঠে গিয়ে খেলা শুরু ৩০ মিনিট পিছিয়ে যায় এবং তাদের পরিবারের দুইজন সদস্য এবং দুইজন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছে। সোমবার সবার পিসিআর টেস্ট করানো হবে।
তারা আরো জানায়, ‘উভয় দলেই খেলা জুড়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবে।
প্রথম দিনে ইংলিশরা ১৮৫ রানে গুটিয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়া ১ উইকেটে ৬১ করে দ্বিতীয় দিনের খেলা শুরু করে।
পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা ইংল্যান্ডকে অ্যাশেজ পুনরুদ্ধারে মেলবোর্নে জিততেই হবে। তবে মেলবোর্নে করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় দলটিকে ব্রিসবেন এবং অ্যাডিলেডের টেস্টের তুলনায় কঠোর সতর্কতার মধ্যে দিয়ে পার করতে হব ।