বক্সিং ডেতে বড় জয় পেলো সিটি-আর্সেনাল-টটেনহ্যাম
ইংলিশ প্রিমিয়ার লিগে গেলো রাতটায় গোল উৎসবে মেতেছিলো দলগুলো। রাতের প্রথম ম্যাচে ম্যানচেস্টার সিটি ৬-৩ গোলের ব্যবধানে হারিয়েছে লিস্টার সিটিকে। ক্রিস্টাল প্যালেসকে ৩-০ তে হারালো টটেহ্যাম হটস্পার। আর নরউইচ সিটির ঘরের মাঠে ৫-০ বড় ব্যাবধানে জয় পেয়েছে ডিফেন্ডিং আর্সেনাল।
ইত্তিহাদ স্টেডিয়ামে বক্সিংডেতে লিস্টার সিটির বিপক্ষে খেলতে নামে ম্যানচেস্টার সিটি। সেখানে নরউইচদের ৬-৩ এর রেকর্ড গোলে হারিয়েছে ম্যান সিটি। ম্যাচটিতে ম্যানসিটির হয়ে জোড়া গোল করেছেন রহিম স্টার্লিং। একটি করে গোল করেছেন কেভিন ডি ব্রুইন, রিয়াদ মাহরেজ, ইকাই গুনদোগান ও লাপোর্তে। অন্যদিকে লিস্টার সিটির হয়ে গোল করেছেন জেমস ম্যাডিসন, আদেমোলা লুকম্যান ও কেলেচি ইহেনাচো।
গোল উৎসবের অন্য ম্যাচে ঘরের মাঠে নরউইচ সিটিকে ৫-০ তে হারিয়েছে শক্তিশালী আর্সেনাল। ম্যাচে গোল উৎসবটা শুরু করেন বুকায়ো সাকা। মাত্র ৬ মিনিটের সময় বল জালে জড়ান তিনি। প্রথমার্ধের একদম শেষ মূহুর্তে কাইরেন তার্নি ব্যবধান বাড়ান। ৬৭ মিনিটের সময় বুকায়ো সাকা নিজের দ্বিতীয় গোলে অনেকটা জয় নিশ্চিত হয়ে যায় আর্সেনালের। ৮৪ মিনিটের সময় পেনাল্টি থেকে গোল করে লাকাজাত্তে ব্যবধান আরো বাড়ান। আর নরউইচের কফিনে শেষ পেরেকটি ঢোকান এমিলি স্মিথ রায়ো।
বক্সিং ডের অন্যদিকে ক্রিস্টাল প্যালেসকে ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম। হ্যারি কেইনের গোলে লিড নেয়ার পর লুকাস মউরার গোলে ব্যবধান দ্বিগুণ করে স্পার্স। পরে দ্বিতীয়ার্ধে হিউন মিন সনের গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে আন্তোনিও কন্তের বাহিনী।
ইংলিশ প্রিমিয়ার লিগে দিন শেষে ১৯ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও পাকাপোক্ত করল ম্যান সিটি। ২৫ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল । তিন ম্যাচ কম খেলে ২৯ পয়েন্ট নিয়ে পাঁচে টটেনহ্যাম।