খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ১২ই অক্টোবর ২০২৪

পারফর্ম করেই আসতে হবে ইমরুলকে

0

পাড়ার দোকান থেকে শুরু করে সবখানে আলোচনা সমালোচনা চলছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স ও ওপেনারদের সামর্থ্য নিয়ে। দলের বেহাল দশা ওপেনারদের জায়গায় অনেকে আওয়াজ তুলছেন ইমরুল কায়েসকে ফিরিয়ে আনার।

সম্প্রতি একটি গণমাধ্যমের একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশ দলের বাঁহাতি ড্যাশিং ওপেনার তামিম ইকবাল দলে ইমরুল কায়েসের প্রয়োজনীয়তা অনুভব করেন। ওয়ানডে দলে তার অন্তর্ভুক্তির আকাঙ্খা প্রকাশ করেন।

গতকাল (শুক্রবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর দ্বিতীয় বোর্ড সভা শেষে নাজমুল হাসান পাপন গণমাধ্যমের মুখোমুখি হলে,সাংবাদিকরা তাকে তামিম ইকবালের আকাঙ্খার কথা নিয়ে প্রশ্ন করেন।

প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘এতদিন ধরে ইমরুলকে ছাড়া খেলছে, কোনোদিন এই কথা বলেনি। বিশ্বকাপে পারফরম্যান্স খারাপ হওয়ার পরই শুনছি এসব। এখানে ওয়ানডেও ছিল না। এর আগে কখনও বলেনি। এখন অনেকে অনেক কথা বলছে। ওয়ানডে অধিনায়ক চাইলেই তো হবে না। পারফরম্যান্স করতে হবে তো। আমি আপনাকে আরও অনেক নাম বলতে পারি যারা বেশ জনপ্রিয় ছিল এবং তাদের আনার কথা বলছে অনেকে। এটা তো আমরা বলতে পারব না।’

বিসিবি সভাপতির ভাষায়, ‘আমি নিজে ইমরুলের সাথে কথা বলেছি। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। ও কোথায় খেলবে? ঘরোয়া ক্রিকেটে নাকি চার নম্বরে ব্যাট করে। তামিম কি তাকে মুশফিকের জায়গায় খেলাবে? তার মানে মুশফিককে সরাবে? এরকম কোনো কথা আমি জানি না। তামিম তার পরিকল্পনা জানাতে পারে। কোচ, নির্বাচক, অপারেশন্স বিভাগকে বলতে পারে। মিডিয়াকে এসব বলে কোনো লাভ নেই।’

পাপন জানিয়েছেন, জাতীয় দলে ফিরতে হবে পারফরম্যান্স দেখিয়েই। তিনি বলেন, ‘সিলেকশনের ব্যাপার আছে, কোচ-অধিনায়কের ব্যাপার আছে। কিন্তু আসতে হলে আগে কিছু তো পারফর্ম করতে হবে। কেউ পারফর্ম করলে অটোমেটিক আসবে। পারফর্ম না করলে যতই বলুক কোনো লাভ হবে বলে আমার মনে হয় না।’

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy