খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বুধবার, ৪ঠা ডিসেম্বর ২০২৪

কেন্টের ব্যাটিং কোচ হলেন টেন ডেসকাট

0

ইংল্যন্ডের প্রথম শ্রেণির কাউন্টি ক্রিকেট কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাবে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নেদারল্যান্ডের সাবেক অলরাউন্ডার রায়ান টেন ডেসকাট। ডেসকাট এই বছরই সব ধরণের ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন।

এসেক্সের সাবেক সফল অধিনায়ক ৪১ বছর বয়সী ডেস্কাট কেন্ট ক্রিকেট ক্লাবে কাজ করবেন ২০২২ সালের জানুয়ারি থেকে। দেশ বিদেশে ক্রিকেট খেলে বেড়ানো ডেসকাট এর আগে কোথাও কোচিং প্যানেলে ছিলেন না। তিনি কোচিং ক্যারিয়ার শুরু করবেন কেন্ট ক্রিকেট ক্লাবে পূর্ণাঙ্গভাবে ব্যাটিং কোচ হিসেবে ।

রায়ান টেন ডেসকাট
বিপিএলেও নিয়মিত ছিলেন রায়ান টেন ডেসকাট।

 

ডেসকাট বলেন, ‘আমি এখানে আমার কোচিং ক্যারিয়ার শুরু করতে মুখিয়ে আছি। আমার পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দল এবং খেলোয়াড়দের উজ্জীবিত করতে চেষ্টা করব।

রায়ান টেন ডেসকাট এর জন্ম দক্ষিণ আফ্রিকায় হলেও ক্রিকেটের নেশায় পাড়ি জমিয়েছিলেন নেদারল্যান্ডে। সেখানে তিনি খেলেন জাতীয় দলে। ডাচদের হয়ে খেলেছেন ৩৩ টি ওয়ানডে ২৪ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ । সাসেক্স ক্রিকেট ক্লাবের অধিনায়ক হয়ে জিতিয়েছেন শিরোপা। ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের নিয়মিত মুখ ডেসকাট খেলেছেন আইপিএলে ও। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে শিরোপা ঘরে তুলেছে।

রায়ান টেন ডেসকাটের পরিসংখ্যান জানতে ক্লিক করুন এখানে https://www.espncricinfo.com/player/ryan-ten-doeschate-47660

বাদ ছিলোনা বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটও
। চার মৌসুম খেলেছেন বিপিএলে। ২০১৩ সালে খেলেন চিটাগং ভাইকিংসের হয়ে। ২০১৫ সালে ঢাকা ডায়নামাইটস, ২০১৬ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ২০১৮ সালে রাজশাহী কিংসে খেলেন তিনি। শুধু বিপিএল নয়, তিনি খেলেছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটও। এখানে কখনও তিনি খেলেছেন গাজী ট্যাংক ক্রিকেটার্সের হয়ে, কখনও বা লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy