‘ওমিক্রন’ আক্রান্ত দুই নারী ক্রিকেটার বাসায় ফিরছেন
করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন ‘ আক্রান্ত দুই নারী ক্রিকেটার নেগেটিভ হয়েছেন। ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত দলের কোচের ও ফল নেগেটিভ আসে। বাংলাদেশ নারী ক্রিকেট দলের তিন সদস্যই মুগদা হাসপাতাল থেকে দুপুরে ছাড়া পেয়েছেন। তারা হোটেল-হাসপাতাল মিলে ২০ দিন বন্দি দশায় কাটান।
গতকাল (রোববার) স্বাস্থ্য মন্ত্রনালয় এর নিয়মিত ব্রিফিং এ অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক নাজমুল ইসলাম তাদের করোনা নেগেটিভের খবরটি জানান।
জিম্বাবুয়ে সফরে যাওয়া নারী দলের ১৯ সদস্য ১৫ দিনের কোয়ারেন্টাইন শেষ করে হোটেল সোনারগাঁও ছেড়েছেন দুদিন আগে। সেখান থেকে গত ১৬ ডিসেম্বর ওমিক্রন ও ডেল্টায় আক্রান্ত তিনজনকে মুগদা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
গত ১ ডিসেম্বর বিশ্বকাপ বাছাই পর্ব খেলে জিম্বাবুয়ে থেকে দেশে ফেরে নারী দল। শুরুতে ৫ দিনের কোয়ারেন্টাইনে নেওয়া হয় তাদের। সেখানেই দুই ক্রিকেটারের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। পরে পরীক্ষায় ধরা পড়ে ‘ওমক্রন’।
এর আগে সুখবর পান নিউজিল্যান্ডে থাকা টাইগাররা,পড়তে ক্লিক করুন এখানে https://nsports.news/archives/2329