বাংলাদেশের দুই নারী ক্রিকেটারের দেহে ‘ওমিক্রন’ শনাক্ত
বাংলাদেশ দুই নারী ক্রিকেটারের দেহে ওমিক্রন এর উপস্থিতি পাওয়া গেছে। এবং এটিই দেশে প্রথম ‘ওমিক্রন’ শনাক্ত। ওমিক্রন শনাক্ত দুই নারী ক্রিকেটারই জিম্বাবুয়ে ফেরত।
গেলো মাসে ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে জিম্বাবুয়ে যায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেখানে কিছুদিন চলার পর মাঝপথে আফ্রিকা অঞ্চলে করোনার নতুন ধরণ ‘ওমিক্রন ‘ এর প্রকোপ বেড়ে যাওয়ায় বাকি বাছাইপর্বগুলো বাতিল করে দেয় আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
জিম্বাবুয়ে থেকে ১ ডিসেম্বর দেশে ফিরে প্রমিলা ক্রিকেট দল নির্ধারিত প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন হোটেল সোনারগাঁওয়ে ঢুকে পড়ে। এরপর গত ১, ৩ এবং ৫ ডিসেম্বর তিন দফায় তাদের করোনা পরীক্ষা করা হয়েছে। তৃতীয় টেস্টের পর আজ (১১ ডিসেম্বর) দুই খেলোয়াড়ের দেহে ‘ওমিক্রন’ এর অস্থিত্ব পাওয়া গেছে।
শনিবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুই নারী ক্রিকেটারকে আমরা আইসোলেশনে রেখেছি। তারা সুস্থ আছেন। তাদের যা যা চিকিৎসা দরকার সেই ব্যবস্থা করা হয়েছে। মাঝেমাঝে অসুস্থতার মাত্রা পরীক্ষা করে দেখা হচ্ছে। পুরোপুরি সেরে উঠতে কিছু দিন সময় লাগবে। হয়ত দুই সপ্তাহ লাগবে।’
উল্লেখ্য, বাছাইপর্বে ৩ ম্যাচ খেলে ২ টিতে জয় পেয়ে আগামী বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে । সেখানে টাইগ্রেসরা খেলবে প্রথমবারের মতো।