অস্ট্রেলিয়ার দাপুটে শুরু
অভিষেক টেস্ট অধিনায়কত্বটা দাপটের সাথে শুরু করলেন প্যাট কামিন্স। অ্যাশেজের প্রথম দিনের প্রথম সেশনেই পাচঁ উইকেট নিয়েছেন তিনি। এর ফলে ১৪৭ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।
শুরুতে টসে জিতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ঘরের মাঠে স্বভাবতই দাপুটে থাকে স্বাগতিকরা। অস্ট্রেলিয়াও এর ব্যাতিক্রম করলো না। গ্যাবায় প্রথম দিন থেকে শুরু করলো দাপট। ম্যাচের প্রথম বলেই স্টার্ক ইংলিশ ওপেনার রবি বার্নসকে বোল্ড করেন। ম্যাচের চতুর্থ ওভারেই ফেরেন ডেভিড মালান।
ইংলিশরা মাত্র ৫০ রানের মধ্যে কাপ্তান জো রুট, বেন স্টোকস, ওপেনার হাসিব হামিদ সহ পাঁচ উইকেট হারিয়ে দারুণভাবে চাপে পড়ে যায়। শুরতে দলের দুই নির্ভরশীল ব্যাটার স্টোকস ও হামিদকে ফেরান কামিন্স।
এরপর বাটলার ও পোপ মিলে জুটি গড়ার চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট নিতে থাকেন অজি পেসাররা। নিচের সারির ইংলিশ তিন ব্যাটারকে হারিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন অজি অধিনায়ক কামিন্স। কামিন্স ছাড়াও দুটি করে উইকেট নেন স্টার্ক হ্যাজিলউড।
সংক্ষিপ্ত স্কোর :
ইংল্যান্ড (প্রথম ইনিংস)– ১৪৭/১০ (৫০.১ ওভার)
(বাটলার ৩৯, পোপ ৩৫; কামিন্স ৫/৩৮, স্টার্ক ২/৩৫, হ্যাজেলউড ২/৪২)