এমন ম্যাচও হারলো বাংলাদেশ!
বাংলাদেশ বনাম পাকিস্তান দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টের দুই দিন বৃষ্টিতে ভেসে গেলেও, ম্যাচটি বাঁচাতে পারেনি বাংলাদেশ দল। শেষ পযর্ন্ত ১ ইনিংস ও ৮ রানের ব্যবধানে হেরে টি-টোয়েন্টির পাশাপাশি টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশের হলো টাইগাররা।
পাকিস্তানের ১ম ইনিংসে ৩০০ জবাবে ব্যাট করতে নেমে ৮৭ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে বাংলাদেশ দল। এরপর নিজেদের ২য় ইনিংসে ব্যাট করতে নেমে ৮ রান ও খেলা শেষ হওয়ার ২৪ মিনিট বাকি থাকতেই ২০৫ রানে অলআউট হয়ে ঢাকা টেস্টে ইনিংস ব্যবধানে হারে স্বাগতিকরা।
চট্টগ্রাম টেস্টের পর ঢাকা টেস্টেও ব্যর্থ বাংলাদেশ টপ অর্ডার ব্যাটাররা। নিজেদের দ্বিতীয় ইনিংসে শুরুর ২৫ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে মমিনুল হকের দল। পাক পেসাদের জোড়া আঘাতে সাজঘরে ফেরার আগে সাদমান ইসলাম ২, মাহমুদুল হাসান জয় ৬, নাজমুল হোসেন শান্ত ৬ ও মুমিনুল হক করেন ৭ রান। এরপর চতুর্থ উইকেট জুটিতে মুশফিক-লিটনের ধৈর্য্যশীল ব্যাটিংয়ে ম্যাচে ফেরার আশা দেখতে থাকে বাংলাদেশ দল। কিন্তু ৭৩ রানের জুটি গড়ার পর সাজিদ খানের বলে বাজে শট খেলে আউট হয়ে লিটন সাজ ঘরে ফিরলে আবারও চাপে পড়ে টাইগাররা।
এরপর সাকিব-মুশফিকের ব্যাটিংয়ে ম্যাচ বাঁচানোর আশা জোগালেও শেষ রক্ষা হয়নি টাইগারদের, ট্রি-ব্রেকের আগে অহেতুক ভাবে রান আউট হয়ে মুশফিক বিদায় নিলে পরাজয়ের পথে হাঁটতে থাকে বাংলাদেশ দল।
শেষদিকে মিরাজকে নিয়ে সাকিবের শেষ প্রতিরোধও ব্যর্থ হলে দিনের আর মাত্র কয়েক ওভার বাকি থাকতেই ইনিংস ব্যবধানে হেরে মাঠ ছাড়ে বাংলাদেশ দল। অন্যদিকে পাকিস্তানের হয়ে সাজিদ খানের ৪ উইকেট শিকারের পাশাপাশি ২টি করে উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি ও হাসান আলী।
স্কোরঃ
পাকিস্তান ১ম ইনিংস: ৩০০/৪, ৯৮.৩ ওভার (বাবর ৭৬, আযহার ৫৬, রিজওয়ান ৫৩*, তাইজুল ২/৭৩, খালেদ ১/৪৯, এবাদত ১/৮৮)
বাংলাদেশ ১ম ইনিংস: ৮৭/১০, ৩২ ওভার (শান্ত ৩০, সাকিব ৩৩; সাজিদ ৮/৪২)
বাংলাদেশ ২য় ইনিংস: ২০৫/১০, ৮৪.৪ ওভারে (সাকিব ৬৩, মুশফিক ৪৮, লিটন ৪৫; সাজিদ ৪/৮৬)