যুব বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার নিউজিল্যান্ডের
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বাধ্যতামূলক কোয়ারিন্টিন নীতি মানতে না পারায় যুব বিশ্বকাপ থেকে নিজেদের নামা প্রত্যাহার করে নিয়েছে নিউজিল্যান্ড। ২০২২ সালের জানুয়ারীতে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে কিউইদের অনুপস্থিতিতে কপাল খুলেছে প্রাথমিকভাবে বাদ পড়া স্কটল্যান্ডের।
যুবা ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে এমন ‘সিদ্ধান্ত’ নেওয়ার কথা জানায় নিউজিল্যান্ড ক্রিকেট। বিশ্বকাপে নিজেদের অনুপস্থিতির কারণ হিসেবে নিউজিল্যান্ড ক্রিকেটের ‘হেড অব কমিনিকেশন’ রিচার্ড বুক বলেন – “অনূর্ধ্ব-১৯ দলের এই ছেলেদের কেউ কেউ ১৬ বছরের কম বয়সী হতে পারে। এই ছেলেদের আইসোলেশনে ও কোয়ারেন্টিনে থাকতে বাধ্য করাকে আমরা উপযুক্ত মনে করিনি।”
গত আসরে শিরোপার অন্যতম দাবিদার কিউইরা, সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।
অন্যদিকে, প্রথমবারের মতো ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বসছে যুব বিশ্বকাপের আসর। ৫০ ওভারের এই প্রতিযোগিতা আগামী ১৪ জানুয়ারি থেকে চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। চার গ্রুপে ভাগ হয়ে খেলবে ১৬ দল।