খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বৃহস্পতিবার, ৭ই নভেম্বর ২০২৪

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ম্যাচ অফিসিয়ালের দায়িত্বে যারা

0

১৯ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান দ্বি পাক্ষিক সিরিজের ৩ টি-টোয়েন্টি। তার আগে ম্যাচ পরিচালনা কারীদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তালিকার ম্যাচ অফিসিয়াল দের পুরো প্যানেলই বাংলাদেশি।

৩ টি-টোয়েন্টির সব ক”টিতে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের নিয়ামুর রশিদ রাহুল। আর আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকবেন শরফোদুল্লাহ ইবনে সৈকত, মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল ও তানভির আহমেদ।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সৈকতের পাশাপাশি অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান এবং টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন গাজী সোহেল। দ্বিতীয় ম্যাচে অনফিল্ড আম্পায়ার তানভির আহমেদ ও গাজী সোহেল এবং টিভি ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান ও সৈকত। শেষ ম্যাচে অনফিল্ডে থাকবেন তানভির ও মাসুদুর রহমান।

সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ যথাক্রমে ১৯, ২০ ও ২২ নভেম্বর। সবগুলো ম্যাচই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy