বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের টেস্ট দল ঘোষণা
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ উপলক্ষে ২০ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাবর আজমকে অধিনায়ক করে এবং দলে তিন পরিবর্তন এনে আসন্ন সিরিজে টাইগারদের বিরুদ্ধে মাঠে নামবে পাকিস্তান।
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেই দলে ফিরেছেন ইমাম-উল হক। অন্যদিকে ইনজুরিতে ছিটকে যাওয়া ইয়াসির শাহর জায়গায় খেলবেন স্পিনার বিলাল আসিফ। টি-টোয়েন্টি দুর্দান্ত পারফরম্যান্স দেখানো হারিস রউফ বাদ পড়েছেন টেস্ট স্কোয়াড থেকে।
আগামী ২৬ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে সফরকারী পাকিস্তান । সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
২০ সদস্যের স্কোয়াডে আছেন: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, বিলাল আসিফ, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, ইমাম উল হক, কামরান ঘুলাম, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নমান আলী, সাজিদ খান, সরফরাজ আহমেদ, সউদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি, জাহিদ মাহমুদ