খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ১২ই অক্টোবর ২০২৪

বাংলাদেশেই শেষ ম্যাচ খেলবেন শোয়েব মালিক

0

বাংলাদেশের মাটিতে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন শোয়েব মালিক। আসন্ন বাংলাদেশ সফর শেষে পাকিস্তানের জার্সিতে আর কোনো ম্যাচে দেখা যাবে না তাকে।

পাকিস্তান দল ২ টেস্ট এবং ৩ টি টি-টোয়েন্টি খেলতে এখন বাংলাদেশে অবস্থান করছেন। ১৯,২০ ও ২২ নভেম্বর খেলবেন টি-টোয়েন্টি গুলো। সেক্ষেত্রে ২২ নভেম্বর ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণকে বিদায় জানাবেন অলরাউন্ডার শোয়েব মালিক।

পাকিস্তানের জয়ে বড় ভূমিকা ছিলো শয়েব মালিকের।

 

ক্রিকেটের অন্য দুই সংস্করণকে আগেই বিদাই জানিয়েছিলেন মালিক। ২০১৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট এবং ২০১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে শেষ বারের মতো এক দিনের ফরম্যাটে খেলেছিলেন তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে জিতেছেন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি এবং টি টোয়েন্টি বিশ্বকাপ। পাকিস্তানের হয়ে ৩৫ টি টেস্ট ম্যাচ খেলে শোয়েব মালিক করেছেন ১৮৯৮ রান এবং উইকেট নিয়েছেন ৩২ টি। ওয়ানেডেতে ২৮৭ ম্যাচে তার রান ৭৫৩৪ এবং শিকার করেছেন ১৫৮ উইকেট।

টি টোয়েন্টিতে ২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক থেকে এখন পর্যন্ত ১২২ ম্যাচ খেলে শোয়েব মালিক করেছেন ২৪৩৫ রান। উইকেট সংখ্যা ২৮ টি।

এবারের বিশ্বকাপেও চল্লিশ ছুঁই ছুঁই বয়স নিয়ে দারুন পারফরম্যান্স দেখিয়েছেন পাকিস্তানের এই কিংবদন্তি ক্রিকেটার। দীর্ঘ দুই দশক ধরে দলের নির্ভরযোগ্য এই তারকা শক্ত হাতে জিতিয়েছেন বহু ম্যাচ। অলরাউন্ডার নৈপুণ্যে বীরের মতো লড়ে গেছেন ২২ গজে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy