টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া। সপ্তম আসরে এসে অধরা শিরোপার দেখা পেল বিশ্ব ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়া। ফাইনালে কিউইদের ৮ উইকেটে হারিয়ে নতুন রেকর্ড গড়েই শিরোপা ঘরে তুলেছে অ্যারন ফিঞ্চের দল।
দুবাইয়ে ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা সাদামাটাই করে কেন উইলিয়ামসনের দল। দলীয় ২৮ রানে ড্যারি মিচেল এর বিদায়ের পর দ্বিতীয় উইকেট জুটিতে ইতবাচক ব্যাটিং করতে থাকেন মার্টিন গাপটিল এবং কেইন উইলিয়ামসন। দুইজনের ব্যাট থেকে আসে ৪৮ রান। এরপর অ্যাডাম জাম্পার বলে আউট হয়ে ব্যক্তিগত ২৮ রান করে মার্টিন গাপটিল সাজ ঘরে ফিরলে। শেষদিকে, অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাটিং তাণ্ডবের পরও কিউইদের সংগ্রহ দাঁড়ায় ১৭২ রান, ৪ উইকেট হারিয়ে।
জবাবে বিশাল লক্ষ্যে তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় অজিরা। দলীয় মাত্র ১৫ রানেই সাজ ঘরে ফিরেন অজি ওপেনার অ্যারন ফিঞ্চ। অধিনায়কের দ্রুত বিদায়ে, ডেভিড ওয়ার্নারের ফিফটিতে স্বস্তিই পায় অস্ট্রেলিয়া। এরপর মিচেল মার্শের ৫০ বলে ৭৭ রানের ইনিংস ও শেষ দিকে গ্লেন ম্যাক্সওয়েলের ঝড়ো ব্যাটিংয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ছিনিয়ে নেয় অজিরা।
স্কোর:
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৭২/৪ (উইলিয়ামসন ৮৫, গাপটিল ২৮, হেজলউড ৩/১৬)
অস্ট্রেলিয়া: ১৮.৫ ওভারে ১৭৩/২ (মার্শ ৭৭, ওয়ার্নার ৫৩, বোল্ট ২/১৮)