৩ ওয়ানডে খেলতে আয়ারল্যান্ড যাবে বাংলাদেশ
গতবছর অর্থাৎ ২০২০ সালের মে মাসে ৩টি ওয়ানডে এবং ৪ টি টি-টোয়েন্টি খেলতে আয়ারল্যান্ড যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু করোনা বিপত্তির কারনে আর সেসময় মাঠে গড়ায়নি সিরিজটি।
অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারো সেই সিরিজের দিনক্ষণ ঠিক করেছে বিসিবি ও ক্রিকেট আয়ারল্যান্ড (সিএ)৷ স্থগিত হওয়া সেই সিরিজ খেলতে আগামী বছরের মে মাসে বাংলাদেশ দল যাবে আয়ারল্যান্ডে। এমন খবর পাওয়া গেল ক্রিকবাজকে দেওয়া বিসিবির এক মুখপাত্রের সাক্ষাৎকার থেকে।
ক্রিকবাজ মারফতে বিসিবির ওই কর্তা জানিয়েছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী বছরের মে মাসে শুধু একদিনের ম্যাচ খেলতে আয়ারল্যান্ড যাবো৷ পরে ২০২৩ সালের কোন একসময় গিয়ে খেলে আসবো বাকি থাকা টি-টোয়েন্টি ম্যাচগুলো৷’
পূর্ব নির্ধারিত শিডিউলে টি-টোয়েন্টি থাকলেও এইবারে কেন শুধু এক দিনের ম্যাচ। বিস্তারিত জানিয়েছেন ওই কর্তা। বললেন, ‘আয়ারল্যান্ড সফরের আগে দেশের মাটিতে আমাদের শ্রীলঙ্কা সফর আছে৷ আয়ারল্যান্ড সফরের পর আবার আমাদের ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার কথা ৷ এই কারণে আয়ারল্যান্ড সফর থেকে আপাতত টি-টোয়েন্টি ম্যাচ বাদ দিয়েছি আমরা৷’
ব্যস্ত আন্তর্জাতিক শিডিউলের কারণে আপাতত আয়ারল্যান্ডে শুধু তিনটি একদিনের ম্যাচ খেলবে টাইগাররা। পরবর্তীতে ২০২৩ সালের কোন এক সময় আয়ারল্যান্ড গিয়ে বাকি থাকা চারটা টি-টোয়েন্টি ম্যাচ খেলে আসবে তারা৷