দাপুটে জয় দিয়েই ১৯ মাস পর ক্রিকেটে ফিরলো বাংলার মেয়েরা
প্রায় ১৯ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে দুর্দান্ত জয় দিয়ে জিম্বাবুয়ে সফর শুরু করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্বাগতিক জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে উড়ন্ত সূচনা টিম টাইগ্রেসদের। ব্যাটে-বলে দাপট দেখিয়ে মাত্র ৪৮ রানে জিম্বাবুয়েকে অলআউট করে ১০.৪ ওভারেই সহজ তুলে নিলো বাংলার মেয়েরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টসে হেরে আগে ব্যাট করতে নেমে জাহানারা, সালমাদের বোলিং তোপে পড়ে জিম্বাবুয়ের ব্যাটাররা। মাত্র ২৭ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে জিম্বাবুয়ের মেয়েরা। এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালালেনও রিতু মণি, নাহিদা আক্তারদের আক্রমণে মাত্র ২৩.২ ওভারেই গুঁড়িয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন জাহানারা, সালমা ও নাহিদা।
জবাবে ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৩৬ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৬ রান আসে রোমানা আহমেদ এর ব্যাট থেকে। এছাড়া ১১ রান করেন ফারজানা হক।
এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো সালমা-জাহানারারা। সিরিজের পরের ম্যাচ….
স্কোর:
জিম্বাবুয়ে: ৪৮/১০ ২৩.২ ওভারে (প্রিসিয়াস ১৭, মুপাচিকওয়া ৬;
নাহিদা ২/৩, সালমা ৬/৩, জাহানারা ১৮/৩)
বাংলাদেশ ৪৯/২ ১০.৪ ওভারে (রুমানা ১৬*, ফারজানা ১১*;
প্রিসিয়াস ১১/১, ইসথার ১৮/১)