ইংল্যান্ডের কাছে পাত্তাই পেলোনা বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে দাপুটে জয় পেয়েছে ইংলিশরা।টাইগারদের দেওয়া ১২৫ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে জেসন রয় এর ঝড়ো ব্যাটিংয়ে ৩৫ বল ও ৮ উইকেট হাতে রেখেই সহজ জয় তুলে নিলো টি-২০ র্যাংকিংয়ের শীর্ষে থাকা দলটি।
টি-টোয়েন্টির ইতিহাসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম বারের মত মাঠে নামে বাংলাদেশ দল। আর সেই প্রথম ম্যাচেই ব্যাটে বলে পর্যুদস্ত হয়ে লজ্জাজনক হার নিয়ে মাঠ ছাড়ে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে দিনে শুরুতে টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারে কিছুটা আগ্রাসী ব্যাটিং করলেও, ম্যাচের তৃতীয় ওভারে মঈন আলির বলে সাজ ঘরে ফিরেন লিটন দাস। এর পরের বলেই ফেরেন আরেক ওপেনার নাঈম শেখ। দুইজনের ব্যাট থেকে আসে যথাক্রমে ৯ ও ৫ রান। নম্বর তিন এ ব্যাট করতে নামা সাকিবেরও দ্রুত বিদায়ে মাত্র ২৬ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ।
এরপর মুশফিক-রিয়াদের জুটি কিছুটা ব্যাটিং বিপর্যয় কাটিয়ে উঠলেও, নিজের স্বভাবসুলভ রিভার্স সুইপ খেলতে গিয়ে ২৩ রানে আউট হন মুশফিক। দলের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানও এটি। ম্যাচের বাকি সময় রিয়াদ, আফিফ ও মাহাদী হাসান এর ব্যাট থেকে আসে যথাক্রমে ১৯,৫ ও ১১। শেষদিকে নাসুম আহমেদ এর অপরাজিত ৯ বলে ১৯ রানের ক্যামিও ইনিংসের উপর ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১২৪ রান। অন্যদিকে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন তাইমাল মিলস। দুটি করে উইকেট নেন দুই স্পিনার মঈন আলি এবং লিয়াম লিভিংস্টোন।
জবাবে ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমেও শুরু থেকেই মারমুখী হয়ে উঠে দুই ইংলিশ ওপেনার। উদ্বোধনী জুটিতে দুজনে যোগ করেন ৩৯ রান। ব্যক্তিগত ১৮ রানে নাসুমের বলে ক্যাচ তুলে সাজ ঘরে ফিরেন জস বাটলার। এরপর জেসন রয়ের ৩৮ বলে ৬১ রানের ঝড়ো ইনিংসে মাত্র ১৪.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।
স্কোর:
বাংলাদেশ : ১২৪/৯ (২০ ওভার)
মুশফিক ২৯, নাসুম ১৯*, রিয়াদ ১৯, সোহান ১৬
মিলস ২৭/৩, লিভিংস্টোন ১৫/২, মঈন ১৮/২
ইংল্যান্ড : ১২৬/২ (১৪.১ ওভার)
রয় ৬১, মালান ২৮*, বাটলার ১৮
নাসুম ২৬/১, শরিফুল ২৬/১