কুইন্টন ডি কক না খেলার নেপথ্যে…
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে ম্যাচ থেকে নাম তুলে নিলেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক কুইন্টন ডি’কক। বিশ্বকাপে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রোটিয়া তারকার এমণ অনুপস্থিতিতে আলোচনা-সমালোচনা চলছে পুরো ক্রিকেট পাড়া জুড়ে।
এরইমধ্যে গুঞ্জন উঠেছে বর্ণবাদ ইস্যুকে কেন্দ্র করেই নাকি ডি’ককের এমণ অনুপস্থিতি। কারণ, ম্যাচ শুরুর পরেই একটি বিবৃতি প্রকাশ করে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। বিবৃতিতে জানায়, বিশ্বকাপের বাকি সব ম্যাচ শুরুর আগে দক্ষিণ আফ্রিকা দলকে বাধ্যতামূলকভাবে হাঁটু গেড়ে বর্ণবাদবিরোধী আন্দোলনে সংহতি জানাতে হবে।
গত বছর ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকা বোর্ড জানিয়েছিল, বর্ণবিদ্বেষের বিরুদ্ধে তিন ভাবে প্রতিবাদ জানাতে পারবেন ক্রিকেটাররা। হাঁটু মুড়ে বসে, দাঁড়িয়ে বুকে হাত দিয়ে, সাবধান ভঙ্গিতে দাঁড়িয়ে। কিন্তু মঙ্গলবার বোর্ডের তরফে জানানো হয়, এক এক জন ক্রিকেটার এক এক ভঙ্গিতে প্রতিবাদ জানালে মনে হয় ক্রিকেটারদের মধ্যে ঐক্য নেই।
গত ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সব ক্রিকেটার হাঁটু গেড়ে প্রতিবাদ জানালেও সেখানে ডি’কক-কে দেখা গেছে দাঁড়িয়ে থাকতে। পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের নির্দেশিকার সঙ্গে ডি’ককের না খেলার সম্পর্ক আছে কিনা, সেটা কিন্তু নিশ্চিত হওয়া যায়নি।