ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম জয় পেলো দক্ষিণ আফ্রিকা
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিলো দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করামের ঝড়ো ইনিংসে ১০ বল ও ৮ উইকেট হাতে রেখেই বর্তমান চ্যাম্পিয়ানদের বিরুদ্ধে সহজ জয় পেলো প্রোটিয়ারা।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে ধীরগতির ব্যাটিংয়ে শুরুটা ভালোই করে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার। উদ্বোধনী জুটিতে দুইজনের ব্যাট থেকে আসে ৭৩ রান। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন এভিন লুইস। ৬ ছয়ে ও ৩ চারে মাত্র ৩৫ বলে ৫৬ রান করেন বাঁহাতি এই ওপেনার।
তার ঝড়ো ইনিংসের পরও বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি ক্যারিবীয়রা। এরপর ব্যাট করতে আসা যাথাক্রমে নিকোলাস পুরান, ক্রিস গেইল ও আন্দ্রে রাসেল এর ব্যাট থেকে আসে ১২,১২ ও ৫। শেষ দিকে কাইরন পোলার্ডের ২৬ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে হারিয়ে ১৪৩ রান।
জবাবে সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক টেম্বা বাভুমার উইকেট হারায় প্রোটিয়ারা। প্রথম ওভারেই ভুল বোঝাবুঝিতে বাভুমা ২ রান করে রানআউট হন। এরপর রাসি ভ্যান ডার ডুসেনকে নিয়ে ৫৭ রানের জুটি গড়েন হেন্ড্রিক্স।
৩৯ রান করে হেন্ড্রিক্স সাজ ঘরে ফিরলে। শেষ দিকে এইডেন মার্করামের ঝড়ো ইনিংসে ১৮.২ বলেই ৮ উইকেট হাতে জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা।
স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ : ২০ ওভারে ১৪৩/৮ (লুইস ৫৬, পোলার্ড ২৬; প্রিটোরিয়াস ১৭/৩, মহারাজ ২৪/২)
দক্ষিণ আফ্রিকা : ১৮.২ ওভারে ১৪৪/২ (মারক্রাম ৫১*, ভন ডার ডুসেন ৪৩*, রিজা ৩৯; আকিল ২৭/১)