বাংলাদেশ ফুটবল দলের কোচ মারিও লেমোস
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ করা হয়েছে মারিও লেমোসকে। অন্তর্বতীকালীন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া চার জাতি টুর্নামেন্টের জন্য আবাহনী লিমিটেডের এই পর্তুগিজ কোচকে বেছে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
জেমি ডে’র পরিবর্তে সদ্য সমাপ্ত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেন অস্কার ব্রুজোন। শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় চার জাতি টুর্নামেন্টের জন্যও বাফুফের পছন্দের তালিকায় ছিলেন বসুন্ধরা কিংসের এই স্প্যানিশ কোচ। কিন্তু তিনি টানা ১৩ মাস ব্যাস্ত থাকায় আগ্রহী না।
জেমি’র জায়গায় ঢাকার ক্লাবগুলোর কোচদের জাতীয় দলের দায়িত্ব দেওয়া হচ্ছে। সাফ চ্যাম্পিয়নশিপে কোচ ছিলেন অস্কার ব্রুজন। অন্যদিকে অনূর্ধ্ব-২৩ দলে মারুফুল হক কাজ করছেন। আর এবার নভেম্বরে শ্রীলঙ্কার চারজাতি প্রতিযোগিতায় কোচ করা হয়েছে আবাহনীর লেমসকে
যদিও এখনো কাগজে-কলমে জেমি ডের সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চুক্তি আছে। নতুন চুক্তি অনুযায়ী আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে চুক্তি করেছিলেন এই ইংলিশ কোচ। বাফুফের তার দিকে মন না থাকায় অন্তর্বর্তীকালীন কোচ দিয়ে সারতে হচ্ছে টুর্নামেন্ট গুলো ।
লেমোস বাংলাদেশের ফুটবলে পরিচিত এক নাম। ৩৫ বছর বয়সী লেমোস ২০১৮ পর্যন্ত আবাহনী লিমিটেডের প্রধান কোচ হিসেবে নিযুক্ত আছেন। করোনার কারণে বাতিল হওয়া লিগ মৌসুম ধরে তিন মৌসুম যাবৎ দায়িত্ব পালন করছেন। তার অধীনে আবাহনী ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া এএফসি কাপের জোনাল সেমিফাইনালে খেলেছে। ২০১৭-১৮ মৌসুমে ফিটনেস কোচ হিসেবে তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গেও কাজ শুরু করেছিলেন।
আগামী ২৫ অক্টোবর থেকে জাতীয় দলের অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে। তার আগেই দক্ষিণ কোরিয়া থেকে লেমস ঢাকায় চলে আসবেন। তিনি এখন সেখানেই অবস্থান করছেন। ভিসা পেলেই পা রাখবেন ঢাকায়।
শ্রীলঙ্কায় প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে চার জাতি টুর্নামেন্ট শুরু হবে ৮ নভেম্বর। আর পর্দা নামবে ১৭ নভেম্বর। আসরে বাংলাদেশ ১১ নভেম্বর মালদ্বীপ ও ১৪ নভেম্বর খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। ম্যাচগুলো হবে কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে।