ভুটানকে উড়িয়ে জয়ের ধারায় বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৬-০ গোলে উড়িয়ে টুর্নামেন্টের প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশের মেয়েরা। নিজেদের প্রথম ম্যাচে কোন গোলের দেখা না পাওয়া, দ্বিতীয় ম্যাচে এসে রিপা-তহুরার জোড়া গোলে ভুটানকে গোলবন্যায় ভাসিয়ে জয়ের ধারায় ফিরলো লাল-সবুজরা।
নেপালের বিপক্ষে ড্রয়ের হতাশা নিয়ে প্রতিযোগিতা শুরু করা এদিনে একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ দল। মার্জিয়া, নিলুফা ইয়াসমিন নীলা ও শামসুন্নাহার জুনিয়রের বদলে মাঠে নামন আনুচিং মোগিনি, আফিদা খন্দকার ও রিপা।
সোমবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। যার ফলস্বরূপ, ম্যাচ শুরুর ২ মিনিটেই প্রথম গোলের দেখা পায় স্বাগতিকরা। বক্সের ভেতরে ডিফেন্ডার রিজিন ওয়াংমো ক্লিয়ার করতে গেলে বল তহুরা খাতুনের পায়ে লেগে জড়িয়ে যায় জালে।
ম্যাচে বাকি সময় কিছু সহজ সুযোগ করলেও বিরতির ঠিক ৫ মিনিট আগে ৪১তম মিনিটে মারিয়া মান্ডার পাস ধরে ডান দিক দিয়ে আক্রমণে উঠে কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন রিপা। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বাংলাদেশকে তৃতীয় গোল উপহার দেন তহুরা।
প্রথমার্ধের মত ম্যাচে দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে খেলতে থাকে বাংলাদেশ দল। ম্যাচের ৪৭ মিনিটে বক্সের বাইরে থেকে রিপার শট ভুটান গোলরক্ষকের হাত ফস্কে জালে জড়ালে নিজের দ্বিতীয় ও দলের হয়ে চতুর্থ গোল করেন তিনি। এরপর ৬৭ মিনিটে মারিয়া মান্দার ফ্রি-কিক গোলকিপার হাত উঁচিয়ে প্রতিহত করলেও দু’মিনিট পর শেষ রক্ষা হয়নি। ৬৯ মিনিটে ঋতুপর্ণা চাকমার গোলে স্কোরলাইন হয়ে যায় ৫-০।
এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে অধিনায়ক মারিয়া মান্দার বল জালে জড়ালে বড় ব্যবধানে লজ্জার হার নিয়ে মাঠ ছাড়তে হয় ভুটান অনূর্ধ্ব-১৯ দলকে।