অবশেষে বরখাস্ত হলেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র
গেল কয়েক বছর ধরে খুব বাজে ফর্মে রয়েছে ব্রাজিল। জয় যেন ডুমুরের ফুল হয়ে ধরা দিচ্ছে। এরই মধ্যে আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলের বড় ব্যবধানে পরাজিত হওয়ার পর কোচ দরিভালকে বরখাস্ত করলো ব্রাজিল। এক বিবৃতিতে দরিভালের ছাঁটাই হওয়ার খবরটি নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হারার পর লজ্জায় ভাসছে ব্রাজিল ফুটবল দল। খেলোয়াড় তো বটেই সে সাথে কোচ নিয়েও হচ্ছে সমালোচনা। অবশেষে বরখাস্ত হলেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। ২০২৬ বিশ্বকাপের কঠিন সমিকরণের মুখে এখন ব্রাজিল। আর তাই ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করে নতুন কোচের সন্ধানে সেলিসাওরা।
ফলাফলটাও চলে এলো এক সপ্তাহ পার হওয়ার আগেই। ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল ফাইনাল খেলবে এমন প্রতিশ্রুতি দিলেও নিজের কাজটা ঠিকঠাক করা হয়নি দরিভালের। যে কারণে ব্রাজিল দলে দরিভাল অধ্যায়ের সিবিএফ। সবমিলিয়ে ১৪ মাসের জন্য স্থায়ী হলেন সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের এই কোচ।
৬২ বছর বয়সী দরিভাল ২০২৪ সালের জানুয়ারি থেকে ব্রাজিল দলের দায়িত্বে ছিলেন। এর আগে তিনি ব্রাজিলের প্রায় ২৭টি ক্লাবে কোচ হিসেবে ছিলেন। তার প্রথম ম্যাচ ছিল ইংল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে তিনি জিতেছিলেন ১-০ গোলে। এরপর স্পেনের সঙ্গে ৩-৩ গোলের ড্র দরিভালের জনপ্রিয়তা নিয়ে যায় তুঙ্গে। তবে সেখান থেকে বাস্তবতার মুখোমুখি হতেও সময় লাগেনি।
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়, ১৬ বছরে প্রথমবার প্যারাগুয়ের কাছে হার, ইতিহাসে প্রথমবার হোম এন্ড অ্যাওয়েতে আর্জেন্টিনার কাছে হার… সবমিলিয়ে দরিভাল অধ্যায়ে সাফল্য ছিল খুবই কম। তার অধীনে ১৬টি ম্যাচের মধ্যে সাতটিতে জয়, ছয়টিতে ড্র এবং তিনটিতে হার হয়।
সিবিএফ তাদের বিবৃতিতে দরিভালকে ধন্যবাদ জানিয়ে লিখেছে,
‘ব্রাজিল ফুটবল ফেডারেশন ঘোষণা করছে যে, কোচ দরিভাল জুনিয়র আর ব্রাজিলিয়ান জাতীয় দলের দায়িত্বে থাকবেন না। ম্যানেজমেন্ট তাকে ধন্যবাদ জানাচ্ছে এবং তার পরবর্তী ক্যারিয়ারের জন্য সাফল্য কামনা করছে। এখন থেকেই সিবিএফ তার একজন বিকল্প খুঁজে বের করার জন্য কাজ করে যাবে।’
এদিকে দরিভালের বিদায়ের পর ব্রাজিল ফুটবল কনফেডারেশনে এরই মধ্যে দরিভালের পরিবর্তে কে কোচ হবে, সে সম্পর্কে আলোচনা শুরু হয়েছে। রিয়াল মাদ্রিদ ম্যানেজার কার্লো আনচেলত্তিকে আবারও প্রস্তাব দেয়া নিয়ে আলোচনা চলছে।
প্রথম থেকেই ইতালিয়ান এই কোচকে পেতে চেয়েছিলো ব্রাজিল। সে সঙ্গে ফ্লামেঙ্গোর ফিলিপ লুইস, সৌদি ক্লাব আল হিলালের হোর্হে হেসুসকেও সম্ভাব্য কোচের তালিকায় রাখা হয়েছে।
তবে শেষ পর্যন্ত কে কোচ হবেন সেটা জানতে আরও কিছু সময় হয়তো অপেক্ষা করতে হবে।