ওয়ানডে ক্রিকেটের ইতি টানলেন মুশফিকুর রহিম
নানা আলোচনা-সমালোচনার পর অবশেষে দীর্ঘ ১৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ওয়ানডে ক্রিকেটের ইতি টানলেন মুশফিকুর রহিম।
৩৭ বছর বয়সী এই ক্রিকেটার বুধবার (৫ মার্চ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্ট দিয়ে এই ঘোষণা দিয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে এখনই অবসরে যাচ্ছেন না এই ক্রিকেটার।

অবসরের ঘোষণা দিয়ে ‘মিস্টার ডিপেন্ডেবল’ লিখেছেন,
‘আজ আমি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। যদিও বৈশ্বিকভাবে চিন্তা করলে আমাদের অর্জন সীমিত হতে পারে। তবে এ কথা নিশ্চিত যে, যখনই আমি আমার দেশের জন্য মাঠে নামতাম, আমি নিষ্ঠা ও সততার সঙ্গে শতভাগের বেশি দিয়ে খেলতাম।’
মুশফিক আরও লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহ আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল এবং আমি উপলব্ধি করেছি যে এটাই আমার ভাগ্য।
আল্লাহ কুরআনে বলেছেন: ‘‘তিনি যাকে ইচ্ছা সম্মান দেন এবং যাকে ইচ্ছা অপমান করেন।’’ (সুরা আল ইমরান, ৩:২৬)।
মহান আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সকলকে সঠিক ঈমান দান করুন। সবশেষে আমি গভীর কৃতজ্ঞতা জানাই আমার পরিবার, বন্ধু এবং আমার ভক্তদের, যাদের জন্য আমি গত ১৯ বছর ধরে ক্রিকেট খেলে এসেছি।’

এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মুশফিক। সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছেন তিনি। কিন্তু ব্যাট হাতে ভালো করতে পারেননি।
বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের মুশফিক ও মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে বসার কথা ছিল। তাদের ছাড়াই ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। তারই অংশ হিসেবে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
জাতীয় দলের জার্সিতে ২০০৫ সালে টেস্ট অভিষেক হয় মুশফিকের। পরের বছর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার। তিনি ২৭৪ ওয়ানডের ক্যারিয়ারে ৭৭৯৫ রান করেছেন। নয়টি সেঞ্চুরি ও ৪৯টি ফিফটি করেছেন ডানহাতি এই ব্যাটার।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তামিম ইকবালের পর দ্বিতীয় সর্বোচ্চ রান এই উইকেটকিপার কাম ব্যাটসম্যানেরই। ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ দলকে ওয়ানডেতে নেতৃত্বও দিয়েছেন তিনি।