বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে যা বললেন কিউই অধিনায়ক
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল মাঠে নামবে নিউজিল্যান্ড। যেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। কিউইরা প্রথম ম্যাচ জিতে ভালো অবস্থানেই রয়েছে, তবে প্রথম ম্যাচে হেরেছিল টাইগাররা। সাম্প্রতিক ফর্ম কিংবা শক্তিমত্তা সবদিক বিবেচনায় টাইগারদের চেয়ে এগিয়ে নিউজিল্যান্ড। তারপরও বাংলাদেশকে হালকাভাবে দেখছেন না নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।
ম্যাচের আগের দিন আজ (রোববার) সংবাদ সম্মেলনে আসেন দলটির অধিনায়ক মিচেল স্যান্টনার। এবারের বাংলাদেশ স্কোয়াডে অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান না থাকলেও অন্যদের প্রশংসা করলেন কিউই অধিনায়ক।
স্যান্টনার বলেন,
‘আমরা দেখেছি সাকিব দীর্ঘদিন ধরে কত ভালো খেলে গেছে। সব কন্ডিশনে সে ভালো খেলতে পারে। তবে তাদের এখন রিশাদ আছে যে খুব ভালো লেগ স্পিনার। মেহেদী মিরাজ আছে, মাহমুদউল্লাহও কিছু ভালো ওভার করতে পারে।’
স্যান্টনার অবশ্য আলাদা করে প্রশংসা করেছেন বাংলাদেশের পেস বোলিং ইউনিটের,
‘তারা এখন খুবই ভালো দল। স্পিনের পাশাপাশি পেসেও ভালো করছে। তাসকিন দীর্ঘদিন ধরে ভালো করছে। আমরা জানি ফিজ কত ভালো হতে পারে। রানা খুব দ্রুত বল করে। আমরা তাদের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে অনেক ম্যাচ খেলেছি। তারাও আমাদের চেনে। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলব।’
বাংলাদেশের ব্যাটিংয়ে ভারসাম্য আছে বলে মনে করেন স্যান্টনার। তিনি বলেন,
‘খুব ভালো ভারসাম্য আছে। ব্যাটিং ইউনিটও ভালো। হৃদয় গত ম্যাচে দারুণ এক ইনিংস খেলেছে। জাকেরও অনেক কিছু করে দেখিয়েছে। আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। নিজেদের দিনে তারা যেকোনো দলকে হারাতে পারে।’
পাকিস্তানের মাটিতে এবারের টুর্নামেন্টে প্রতি ম্যাচেই ভালো রান উঠছে। বড় রান করতে অবশ্য পার্টনারশিপে গুরুত্ব দিচ্ছেন স্যান্টনার,
‘ব্যাটিংয়ে আমরা ভালো পার্টনারশিপ গড়ে বড় রান করতে চাইব। হাই স্কোরিং ম্যাচ হওয়ারই সম্ভাবনা বেশি। আগে বল করতে দ্রুত অলআউট করার চেষ্টা করব। দুইশ রানে এখানে হবে না। তিনশ রান ভালো সংগ্রহ হতে পারে। ত্রিদেশীয় সিরিজে আমরা ভালো করেছি। ছেলেরা অভিজ্ঞতা অর্জন করেছে। পাকিস্তানের বিপক্ষে একেকদিন একেকজন দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে যেত, এটা দেখে খুব ভালো লেগেছে। বাংলাদেশ ভিন্ন একটি দল। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলব।’
স্যান্টনার আরও বলেন,
‘দেখতে হবে উইকেট কেমন। নিজেদের মধ্যে আলোচনা করতে হবে। ভালো রান যতই হোক সেটা করারই চেষ্টা আমরা করব। প্রথম ইনিংসে যে রান করছেন দ্বিতীয় ইনিংসে হয়ত ওটা কম মনে হতে পারে। তাই নিজেদের মধ্যে আলোচনা করে খেলব। ভালো রান করে বোলিং সাইডের ওপর চাপ তৈরি করার চেষ্টা করব। দেখা যাক কী হয়।’