খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ১লা আগস্ট ২০২৫

আড়াইশর আগেই গুটিয়ে গেল পাকিস্তান

পাকিস্তানকে ভালো শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার বাবর আজম ও ইমাম-উল-ইক। তবে বাবরের বিদায়ের পরই পথ হারায় তারা। ৬ রানের ব্যবধানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান। সেখান থেকে সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান ১০৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়া হয়নি পাকিস্তানের।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুবাইতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ২৪১ রান সংগ্রহ করেছে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেছেন সৌদ শাকিল। ভারতের হয়ে ৪০ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার কুলদীপ যাদব।

নতুন বলে ভারতের পেস সামলে দলকে ভালো শুরু এনে দেন বাবর আজম। অভিজ্ঞ এই ব্যাটারের এমন শুরুতে বড় ইনিংসের আভাস পাওয়া যাচ্ছিল। তবে হঠাৎই যেন তার ছন্দপতন। ইনিংসের নবম ওভারে হার্দিক পান্ডিয়ার সুইয়ে পরাস্ত হন। তার ব্যাটের কানা ছুঁয়ে বল জমা পড়ে লোকেশ রাহুলের গ্লাভসে। ২৩ রান করে বাবর ফেরায় ভাঙে ৪৭ রানের উদ্বোধনী জুটি।

বাবর সাজঘরে ফেরার পর আর বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার ইমাম। দেখে-শুনে খেলতে থাকা ইমাম নিজের বিপদ নিজেই ডেকে আনেন। ১০ ওভারের দ্বিতীয় বলে মিড অনের দিকে পুশ করেই দৌড় শুরু করেন, কিন্তু ক্রিজে পৌঁছানোর আগেই মিড অনে দাঁড়িয়ে থাকা অক্ষর প্যাটেল সরাসরি থ্রুতে স্টাম্প ভাঙেন।

৪৭ রানে দুই উইকেট হারানোর পর ১০৪ রানের জুটি গড়েন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। তাতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। ৪৬ রান করে রিজওয়ান ফিরলে ভাঙে সেই জুটি। পাকিস্তান অধিনায়ক ফিফটি হাতছাড়া করলেও এই মাইলফলক ছুঁয়েছেন শাকিল।

ফিফটির পর গিয়ার পরিবর্তন করেন শাকিল। দ্রুত রান তোলার চেষ্টায় ব্যর্থ হয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার। ৭৬ বলে ৬২ রান এসেছে তার ব্যাট থেকে। এরপর তায়িব তাহির ও সালমান আলি আগা দ্রুত ফিরেছেন। তাতে আবারো ব্যকফুটে চলে যায় পাকিস্তান।

শেষদিকে খুশদিল শাহ ও নাসিম শাহ ফিনিশিং দেওয়ার চেষ্টা করেন। খুশদিল ৩৯ বলে করেছেন ৩৮ রান। আর নাসিমের ব্যাট থেকে এসেছে ১৬ বলে ১৪ রান।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy