বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা
কাতার ২০২২ বিশ্বকাপের বাছাই পর্বে এমাসে তিনটি ম্যাচ খেলবে ল্যাতিন আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তিন ম্যাচে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ প্যারাগুয়ে, উরুগুয়ে এবং পেরু।
ম্যাচগুলোর জন্য এরইমধ্যে ৩০ সদস্যদের স্কোয়াড ঘোষণা করেছে কোচ লিওনেল স্কালোনি। তার ডাকা স্কোয়াডে আছেন লিওনেল মেসি, ডি মারিয়া, ও লাওতারো মার্টিনেজের মতো তারকারা। এরই মধ্যে জাতীয় দলের ক্যাম্পে ২৭ জন ফুটবলার যোগ দিয়েছেন। আজ মেসি ও তার ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর দুই সতীর্থের আর্জেন্টিনা যাওয়ার কথা রয়েছে।
আগামী ৮ অক্টোবর ভোরে প্যারাগুয়ের মাঠে প্রথম ম্যাচ খেলবে মেসির দল। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার ঘরের মাঠে।
একনজরে আর্জেন্টিনার তিন ম্যাচের সূচি:
প্যারাগুয়ে বনাম আর্জেন্টিনা
৮ অক্টোবর, সকাল ৬টা
আর্জেন্টিনা বনাম উরুগুয়ে
১১ অক্টোবর, সকাল সাড়ে ৫টা
আর্জেন্টিনা বনাম পেরু
১৫ অক্টোবর, সকাল সাড়ে ৫টা।