মুমিনুলের সেঞ্চুরিতে দ্বিতীয় ম্যাচেও এইচপিকে হারালো বাংলাদেশ ‘এ’ দল
টেস্ট অধিনায়ক মুমিনুল হকের ঝড়ো সেঞ্চুরি আর বিশ্বকাপের জন্য মুশফিকুর রহিম এর প্রস্তুতি, সব মিলিয়ে চট্টগ্রামে অসাধারণ এক জয়ের দেখা পেলো বাংলাদেশ ‘এ’ দল। এইচপি ইউনিটের বিপক্ষে তারা ম্যাচ জেতে ৩০ রানে। এই জয়ে সিরিজ জয় নিশ্চিতো করলো মুমিনুল হকের দল ৷
সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এ দল। ইনিংসে দারুণ সূচনা এনে দেন অধিনায়ক মুমিনুল এবং আরেক ওপেনার শান্ত৷ উদ্বোধনী জুটিতে দুজনে যোগ করেন ১৫৪ রান। ব্যক্তিগত ৬৭ রানে শান্ত আউট হওয়ার পর মুশফিককে নিয়ে ৯৮ রানের জুটি গড়েন মুমিনুল, তুলে নেন সেঞ্চুরি। খেলেন ১২১ বলে ১২৮ রানে অনবদ্য এক ইনিংস। মুশফিকুর রহিম এদিনও রান পেয়েছেন। ৬২ রান করেন টিটেয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে এ দলের সাথে যোগ দেয়া মিস্টার ডিপেনডেবল। শেষ দিকে মিথুনের ১৫ বলে ২৫ রানের সুবাদে ৫০ ওভারে ৭ উইকেটে ৩২২ রানের বড় স্কোর দাঁড় করায় বাংলাদেশ এ দল।
৩২৩ রানের জয়ের লক্ষে খেলতে নামা এইচপি দলকেও উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার তামিম আর ইমন। যোগ করেন ১৩৬ রান। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও সেঞ্চুরি বঞ্চিত হন তামিম। করেন ৮৬ রান। ইমনের ব্যাট থেকে আসে ৭৭ রান। শেষ পর্যন্ত ৫০ ওভার শেষে জয় থেকে ৩০ রানে দূরে, ৯ উইকেটে ২৯২ রানে থামে তাদের ইনিংস৷
আগামী চৌঠা অক্টোবর সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুইদল।