জয় দিয়ে শুরু বাংলাদেশের সাফ মিশন
প্রত্যাশার জয় দিয়েই সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করলো বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছে জামাল ভূঁইয়ার দল। একমাত্র গোলটি করেছেন তপু বর্মণ।
মালদ্বীপে রাজধানী মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের প্রথম ম্যাচের শুরু থেকেই বল দখল এবং আক্রমণে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আসছে বাংলাদেশ দল। পুরো ম্যাচের ৬২ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের জালে ৭টি শট নিয়েছে জামালরা। বিপরীত দিকে লঙ্কানরা নিয়েছে ৫টি। কিন্তু শ্রীলঙ্কান গোলরক্ষকের একের পর এক দুর্দান্ত সেভের কারণে প্রথমার্ধ গোল শূন্য রেখে মাঠ ছাড়তে হয় লাল-সবুজের প্রতিনিধিত্বকারীদের।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য আরো মরিয়া হয়ে উঠে অস্কার ব্রুজেনের শিষ্যরা। এরই সুবাদে খেলার ৫৬ তম মিনিটে বাংলাদেশ আক্রমণ ঠেকাতে গিয়ে হাতে বল লাগিয়ে বসেন লঙ্কান ডিফেন্ডার ডাকসন। এরপর অসাধারণ স্পট কিকে বল জালে জড়ান তপু। ম্যাচের বাকি সময় লাল-সবুজরা একাধিক সুযোগ তৈরি করতে পারলেও কোন গোলের দেখা পায়নি তারা। ফলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়েন বাংলাদেশ ফুটবল দল।
আগামী সোমবার বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় নিজের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবেন বাংলাদেশ দল।