জুনে সুপার কাপে মুখোমুখি আর্জেন্টিনা-ইতালি
ম্যারাডোনার স্মরনে ‘সুপার কাপ’ আয়োজনে গুঞ্জন উঠেছে আরো কয়েক মাস আগে থেকেই। তবে এবার সে গুঞ্জনকে সত্যিকরে মুখামুখি হতে যাচ্ছে ২০২০ সালের ইউরো চ্যাম্পিয়ন ইতালি ও কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয়, আগামী জুন মাসে দেখা যাবে মেসি বনাম কিয়েলিনি দ্বৈরথ।
গত ১০ জুলাই কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে স্বাগতিকদের হারিয়ে ২৮ বছরের শিরোপা খরা কাটায় আর্জেন্টিনা। পর দিন ইংল্যান্ডের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে স্বাগতিকদের হারিয়ে ইউরোর শিরোপা জেতে ইতালি।
উয়েফা বিবৃতিতে আরো বলে, তাদের সঙ্গে কনমেবলের সঙ্গে সুসম্পর্কের কথা ভেবেই এই ম্যাচ হতে চলেছে। তবে এখনও ভেন্যু ও দিনক্ষণ ঠিক হয়নি। তবে খেলা হবে আগামী জুন মাসে। যদিও ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন দেশগুলির মধ্যে এরকম ম্যাচ একেবারে নতুন কিছু নয়।