নেশন্স লিগে ইতালিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স
নেশন্স লিগের গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে গতকাল রাতে ইতালিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। শুরুতেই দলকে রাবিওত তাদের এগিয়ে নেওয়ার পর ইতালির আত্মঘাতী গোলে ব্যবধান আরও বাড়ে। তবে প্রথমার্ধে এক গোল শোধ দেয় তারা। বিরতির পর আরও এক গোলের দলের জয় নিশ্চিত করেন রাবিওত।
প্রতিপক্ষের মাঠে শুরুতেই এগিয়ে যায় ফরাসিরা। দ্বিতীয় মিনিটে দিনিয়ের কর্নার থেকে উড়ে আসা বল হেডে লক্ষ্যভেদ করেন রাবিওত। নবম মিনিটে প্রথম সুযোগ পায় ইতালি। তবে নিকোলো বারেল্লার শট সহজেই ঠেকিয়ে দেন ফরাসি গোলরক্ষক।
৩৩তম মিনিটে ভুল করে বসে ইতালি। দিনিয়ের ফ্রি-কিকে বল ক্রসবারে লেগে ভিকারিওর পিঠে পড়ে জালে চলে যায়। ফলে ব্যবধান দ্বিগুণ হয় ফরাসিদের। তবে দুই মিনিট পরই গোল পায় ইতালি। দিমার্কোর ক্রস থেকে ভলিতে ঠিকানা খুঁজে নেন কাম্বিয়াসো।
বিরতির পর সমতায় ফেরার চেষ্টা করে ইতালি। তবে সেটি আর হয়ে ওঠেনি। উল্টো ফ্রান্সের ব্যবধান বাড়ান রাবিওত। ৬৫তম মিনিটে দিনিয়ের ফ্রি কিক থেকে আসা বল হেডে জালে পাঠান তিনি। এই গোলেই জয় নিশ্চিত করে ফ্রান্স।
৬ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে লিগ ‘এ’র গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকা ইতালি দুইয়ে।
এদিকে, নেশন্স লিগের গ্রুপ ‘জি’তে গতকাল রাতে কাজখস্তানকে ৫-০ ব্যবধানে হারিয়েছে নরওয়ে। আর গ্রুপ ‘এফ’এ আয়ারল্যান্ডকে সমান ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড।
ঘরের মাঠে নরওয়ের হয়ে শুরুটা করে হালান্ডই। ২৩তম মিনিটে প্রথম গোল করা এই ম্যানচেস্টার সিটি তারকা ৩৭তম মিনিটে হেডে ব্যবধান দ্বিগুণ করার পর ৭১তম মিনিটে বক্সের বাইরে থেকে শটে হ্যাটট্রিক পূরণ করেন। দলের হয়ে বাকি গোল দুটো করেন আলেকসান্দার সরলথ ও আন্তোনিও নুসা।
এ নিয়ে ২৫তম হ্যাটট্রিক পূর্ণ করলেন হালান্ড। জাতীয় দলের হয়ে চারটি। বাকি ২১টি হ্যাটট্রিক করেছেন ক্লাবের হয়ে। যার মধ্যে ১১টি ম্যানচেস্টার সিটির হয়ে। পাঁচটি সালসবুর্ক, চারটি বরুশিয়া ডর্টমুন্ড ও একটি করেন মোল্ডার হয়ে।
আরেক ম্যাচে ওয়েম্বলি স্টেডিয়ামে প্রথমার্ধে কিছু করে দেখাতে পারেনি ইংল্যান্ড। তবে বিরতির পর জ্বলে ওঠে তারা। যার শুরুটা করে হ্যারি কেইন। আয়ারল্যান্ডের বক্সে জুড বেলিংহ্যাম ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্বাগতিকরা। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন কেইন। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন অ্যান্থনি গর্ডন।
৫৮তম মিনিটে ব্যবধান আরও বাড়ান গ্যালাঘার। ৭৫তম মিনিটে বদলি হয়ে নামা বোয়েন গোল করে স্কোরলাইন ৪-০ করেন। আইরিশদের জালে শেষ পেরেকটি ঠুকে দেন টেইলর হারউড বেলিস। ৭৯তম মিনিটে হেডে গোলটি করেন তিনি।
এ নিয়ে ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে ‘বি’ লিগের দুই নম্বর গ্রুপের সেরা হয়ে ‘এ’ লিগে ফিরছে ইংল্যান্ড। আর ‘বি’ লিগের তিন নম্বর গ্রুপের সেরা হয়ে ‘এ’ লিগে উঠেছে নরওয়ে।