খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বৃহস্পতিবার, ২১শে নভেম্বর ২০২৪

ব্রাজিলের ড্র, আর্জেন্টিনার হার

বিশ্বকাপ বাছাই পর্ব

বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূৃর্ণ দুই ম্যাচে জিততে পারেনে আর্জেন্টিনা-ব্রাজিলের কেউই।

বাংলাদেশ সময় শুক্রবার ভোরে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে হারিয়েছে প্যারাগুয়ে। শুরুতে লাওতারো মার্তিনেসের গোলে আর্জেন্টিনা এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধে স্বাগতিকদের সমতায় ফেরান আন্তোনিও সানাব্রিয়া। বিরতির পর জয়সূচক গোলটি করেন ওমার আলদেরেতে।

প্রতিপক্ষের মাঠে আর্জেন্টিনার এগিয়ে যেতে সময় লাগেনি খুব বেশি। একাদশ মিনিটে দলকে এগিয়ে নেন লাওতারো। এনসো ফের্নান্দেসের দেওয়া পাস প্রতিপক্ষ ডিফেন্ডারদের কাটিয়ে বক্স থেকে জাল খুঁজে নেন ইন্টার মিলান স্ট্রাইকার। শুরুতে অবশ্য অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। পরে ভিএআর দেখে গোলের সিদ্ধান্ত জানান রেফারি।

১৯তম মিনিটে প্যারাগুয়েকে সমতায় ফেরান সানাব্রিয়া। সতীর্থের হেড গোলপোস্টে লেগে ফিরে আসার পর বিপদমুক্ত করতে পারেননি আর্জেন্টাইন ডিফেন্ডাররা। পরে গুস্তাফো ভেলাসকেস বল নিয়ে ক্রস বাড়ান সানাব্রিয়াকে। দারুণ এক বাইসাইকেল কিকে বল জালে পাঠান তিনি। গোল হজম করে বিবর্ণ হয়ে ওঠে আর্জেন্টিনা।

বিরতির পর এগিয়ে যেতে সময় নেয়নি প্যারাগুয়ে। ৪৭তম মিনিটে গোমেসের নেওয়া ফ্রি কিক থেকে ছুটে গিয়ে আলদেরেতে ডাইভিং হেডে খুঁজে নেন জাল। পিছিয়ে পড়া আর্জেন্টিনা আর কোনোভাবেই পারেনি কামব্যাক করতে। ৭৯তম মিনিটে দারুণ এক সুযোগ পান মেসি। তবে তার শট একজনের গায়ে লেগে বেরিয়ে যায় গোলপোস্টের কাছ দিয়েই। পরবর্তীতে আর কোনো গোল না হলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় স্কালোনির শিষ্যদের।

হারলেও ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে আর্জেন্টিনা। এক ম্যাচ কম খেলা কলম্বিয়া ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে। তিনে থাকা ব্রাজিলের পয়েন্ট ১৭। এক পয়েন্ট কম নিয়ে ছয় নম্বরে প্যারাগুয়ে।

 

এদিকে, আরেক ম্যাচে ভেনেজুয়েলার মাঠে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। রাফিনিয়ার গোলে শুরুতে তারা এগিয়ে যাওয়ার পর ভেনেজুয়েলাকে সমতা ফেরান তেলাস্কো সেগোভিয়া।

প্রতিপক্ষের মাঠে শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ব্রাজিল। নবম মিনিটে ভেনেজুয়েলার ভুলে বল পেয়ে যান ভিনিসিয়ুস। দ্রুতগতিতে ছুটে গিয়ে রাফিনিয়াকে খুঁজে নেন তিনি। তবে বার্সেলোনা তারকা সেটি উড়িয়ে মেরে হতাশ করেন। যদিও ৪৩তম মিনিটে ঠিকই এগিয়ে নেন দলকে। দারুণ এক ফ্রি কিকে বল জালে পাঠান তিনি।

এগিয়ে যাওয়া ব্রাজিল বিরতির পর মাঠে নেমেই পিছিয়ে পড়ে। সতীর্থের কাটব্যাক থেকে বক্সের মুখে বল পেয়ে জোরাল শটে ব্রাজিলের বেশ কয়েকজন খেলোয়াড়ের মধ্যে দিয়ে জাল খুঁজে নেন তেলাস্কো। সমতায় ফেরার পর উজ্জীবিত হয়ে ওঠে ভেনেজুয়েলা। আরও কয়েকটি আক্রমণ করে তারা। যদিও গোলে পরিণত করতে পারেনি।

৫৯তম মিনিটে ছুটে গিয়ে বক্সে ঢুকে পড়া ভিনিসিয়ুসকে গোলরক্ষক ফাউল করে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে রিয়াল মাদ্রিদ তারকার স্পট কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ভেনেজুয়েলার গোলরক্ষক। তারপরও সুযোগ ছিল, কিন্তু ফিরতি বল পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন এই ফরোয়ার্ড।

৮৯তম মিনিটে গাব্রিয়েল মার্তিনেল্লি ফাউলের শিকার হলে প্রতিবাদ জানান ভিনিসিয়ুস। পরে তার মুখে হাত দিয়ে কিছুটা আঘাত করে বসেন গনসালেস। এতে দুই দলের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। পরে গনসালেসকে লাল কার্ড দেখান রেফারি।

এই ড্রয়ে ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে ব্রাজিল। ১২ পয়েন্ট নিয়ে সাতে ভেনেজুয়েলা। ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে কলম্বিয়া।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy