খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বৃহস্পতিবার, ২১শে নভেম্বর ২০২৪

বাংলাদেশের বিপক্ষে ভারতের টেস্ট দলে নতুন মুখ ইয়াশ দায়াল, দলে ফিরলেন পান্ত

প্রথমবারের মতো ভারতীয় জাতীয় টেস্ট দলে ডাক পেয়েছেন বাঁহাতি পেসার ইয়াশ দায়াল। বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য তাকে দলে অন্তর্ভুক্ত করেছে বিসিসিআই। একইসঙ্গে, দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন রিশাভ পান্ত এবং ভিরাট কোহলি।

রবিবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই, যেখানে নিয়মিত ক্রিকেটারদের বেশিরভাগই রয়েছেন। মোহাম্মদ শামি এখনও চোটের কারণে দলে ফিরতে পারেননি। বিশ্বকাপের পর থেকে তিনি মাঠের বাইরে আছেন। অন্যদিকে, লোকেশ রাহুল চোট কাটিয়ে দলে ফিরেছেন, যিনি সম্প্রতি দুলিপ ট্রফির ম্যাচে ভালো পারফরম্যান্স করেছেন।

দলে নবাগত ইয়াশ দায়ালের পাশাপাশি অভিষেক হওয়া সারফারাজ খান, ধ্রুব জুরেল এবং আকাশ দীপও তাদের জায়গা ধরে রেখেছেন। তবে বাদ পড়েছেন রাজাত পাতিদার, শ্রিকার ভারত, দেভদুত পাডিক্কাল ও মুকেশ কুমার।

পেস আক্রমণে থাকছেন জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ এবং ইয়াশ দায়াল। স্পিন বিভাগে আছেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আকসার প্যাটেল এবং কুলদীপ যাদব।

ইয়াশ দায়াল প্রথমবারের মতো আইপিএল ২০২৩-এ আলোচনায় আসেন, যখন তিনি শেষ ওভারে পাঁচ বলে পাঁচটি ছক্কা হজম করেন। তবে পরবর্তীতে ২০২৪ আইপিএলে তার শেষ ওভারের দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্লে-অফে তুলতে ভূমিকা রাখেন। প্রথম শ্রেণির ক্রিকেটে দায়াল এখন পর্যন্ত ২৪ ম্যাচে ৭৬টি উইকেট নিয়েছেন। দুলিপ ট্রফিতে প্রথম ম্যাচে ৪ উইকেট শিকার করেন তিনি।

রিশাভ পান্ত সবশেষ ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলেছিলেন। সেই সিরিজের পর ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন পান্ত। দীর্ঘ পুনর্বাসনের পর তিনি ২০২৪ আইপিএলের মাধ্যমে ক্রিকেটে ফেরেন এবং ভালো পারফরম্যান্স করে টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জেতেন। দুলিপ ট্রফিতে তিনি আবার লাল বলের ক্রিকেটে ফেরেন এবং দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৪ বলে ফিফটি করেন। এছাড়া উইকেটের পেছনে ৭টি ক্যাচ নেন।

ভিরাট কোহলি জানুয়ারির পর থেকে লাল বলের ক্রিকেট খেলেননি। ব্যক্তিগত কারণে তিনি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন। এবার বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে লম্বা সময় পর লাল বলের ক্রিকেটে ফিরছেন তিনি এবং রোহিত শর্মা।

প্রথম টেস্ট ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর কানপুরে।

ভারতের প্রথম টেস্টের দল:
রোহিত শর্মা (অধিনায়ক), ইয়াশাসভি জয়সওয়াল, শুবমান গিল, ভিরাট কোহলি, লোকেশ রাহুল, সারফারাজ খান, রিশাভ পান্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আকসার প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, জাসপ্রিত বুমরাহ, ইয়াশ দায়াল।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy