টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন কোহলি
ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বকাপের পর শর্ট ফরম্যাটের এই ক্রিকেটে অধিনায়ক হিসেবে আর দেখা যাবে না বিরাট কোহলিকে। আজ বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন ভারতীয় এ অধিনায়ক নিজেই।
বিশ্বকাপের পর কোহলির নেতৃত্ব ছাড়ার গুঞ্জন আগেই ছড়িয়েছে। তবে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অবশ্যই বলে ছিলো ঘটনা সত্য নয়, কেবলই গুঞ্জন। কিন্তু আজ সামাজিক যোগাযোগমাধ্যমে বিরাট কোহলি নিজেই বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন তিনি। কোচ রবি শাস্ত্রীর সঙ্গে কথা বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে।
গুঞ্জনে রঙিন পোশাক এর নেতৃত্ব ছাড়ার কথা ছাড়ালেনও। বিবৃতিতে পরিষ্কার করে বলে দিয়েছেন কোহলি, তিনি শুধু টি-টোয়েন্টি ফরম্যাটেই দায়িত্ব ছাড়ছেন। এছাড়াও দীর্ঘ টুইট বার্তায় লিখেছেন, ‘এই সিদ্ধান্ত নিতে অনেক সময় ব্যয় হয়েছে আমার। অনেক ভাবনা আর কাছের মানুষ, দলের নেতৃস্থানীয় লোক যেমন রবি ভাই, রোহিতের সঙ্গে আলোচনার পর বিশ্বকাপ শেষে টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
ভারতের হয়ে পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক হতে যাচ্ছেন রোহিত। সাদা বলের ক্রিকেটে কোহলির অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দিয়ে নজর কাড়েন রোহিত। তার নেতৃত্বে ২০১৮ সালে নিদহাস ট্রফি ও এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় ভারত। কিন্তু লম্বা সময় নেতৃত্ব দিলেও এমন কোন টুর্নামেন্টে দলকে জেতাতে পারেননি কোহলি।