খেলার মাঠে সবার আগে
Nsports-logo

মঙ্গলবার, ৩রা ডিসেম্বর ২০২৪

উইন্ডিজকে হারিয়ে সেমিতে প্রোটিয়ারা

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে প্রোটিয়ারা।সেমিফাইনালে পৌঁছাতে হলে ম্যাচ জয়ের বিকল্প ছিল না দুই দলেরই।এমন সমীকরণের সামনের দাঁড়িয়ে এইবার আর কোনো ভুল করেনি প্রোটিয়ারা।বিশ্বকাপের এইবারের আসরের সবকটি ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা।অন্যদিকে ঘরের মাঠে হেরে এইবারের বিশ্বকাপ যাত্রা এইখানেই থামলো ওয়েস্ট ইন্ডিজের।

 

অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রান করে ক্যারিবিয়ানরা। তবে বৃষ্টির কারণে ১৭ ওভারে লক্ষ্য দাঁড়ায় ১২৩ রানে। ৫ বল হাতে রেখেই সেই লক্ষ্যে পৌঁছায় প্রোটিয়ারা।

একসময় মনে হচ্ছিলো সহজ জয় পেতে চলেছে প্রোটিয়ারা।বিশেষকরে উইকেটে যখন ট্রিস্টান স্টাবস ও হেনরিক ক্লাসেন ব্যাটিং করছিলেন। তখন আট ওভারেই ৭৭ রান তুলে ফেলেছিল দলটি। তবে ক্লাসেনকে ফিরিয়ে আলজেরি জোসেফ জুটি ভাঙার পর রোস্টন এজ দ্রুত তিনটি উইকেট তুলে নিলে জমে ওঠে ম্যাচ। তবে শেষ দিকে মার্কো ইয়ানসেনের দৃঢ়তায় কোনো বিপদ হয়নি প্রোটিয়াদের।

দক্ষিণ আফ্রিকার জয়ের অন্যতম নায়ক তাবরেজ সামসি। তাঁর দাপুটে বোলিংয়ের সামনে প্রথমে ব্যাট করেও সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ়। বাঁহাতি স্পিনার একাই ৩ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের ইনিংসে আঘাত হানেন। দক্ষিণ আফ্রিকার অন্য বোলারেরাও চারে রেখেছিলেন প্রতিপক্ষ ব্যাটারদের। দু’জন ছাড়া ওয়েস্ট ইন্ডিজ়ের কোনও ব্যাটারই চেনা ২২ গজে রান পেলেন না গুরুত্বপূর্ণ ম্যাচে। ওপেনার কাইল মেয়ার্স করলেন ৩৪ বলে ৩৫। মারলেন ৩টি চার এবং ২টি ছক্কা। চার নম্বরে নেমে রোস্টন চেজ খেললেন ৪২ বলে ৫২ রানের ইনিংস। তাঁর ইনিংসেও ৩টি চার এবং ২টি ছয়। বাকিদের মধ্যে আন্দ্রে রাসেল (৯ বলে ১৫) কিছুটা চেষ্টা করেন। আর কেউই দলকে ভরসা দিতে পারলেন না।সামসি ৩ উইকেট নিলেন ২৭ রান দিয়ে। ১১ রানে ১ উইকেট কাগিসো রাবাডার। ১৭ রানে ১ উইকেট মার্কো জানসেনের। কেশব মহারাজ ১ উইকেট নিলেন ২৪ রান খরচ করে। ২৮ রানে ১ উইকেট অধিনায়ক মার্করামের।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy