খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪

জর্দানের হ্যাট্রিকের পর বাটলার ঝড়ে উড়ে গেলো মার্কিন যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া ১১৬ রানের টার্গেটে খেলতে নেমে ১০ উইকেটের বিশাল জয় পায় ইংলিশরা।ক্রিস জর্দানের হ্যাট্রিকের পর বাটলারের ঝড়ো ব্যাটিংয়ে উড়ে গেলো ইউএসএ।জস বাটলারদের কোনোরকম পাত্তাই পাইনি তারা।৪ ওভারে মাত্র ১৩ রান খরচায় ২ উইকেট শিকার করে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন আদিল রশিদ।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে আমেরিকার বিরুদ্ধে জিততে হত ইংল্যান্ড। তারা শুধু জিতলই না, আমেরিকাকে ১০ উইকেটে উড়িয়ে দিল। বল হাতে নায়ক ক্রিস জর্ডন। হ্যাটট্রিক করলেন তিনি। প্রথমে ব্যাট করে ১১৫ রানে অল আউট হয়ে যায় আমেরিকা। সেই রান মাত্র ৯.৪ ওভারে তাড়া করে জিতলেন দুই ওপেনার জস বাটলার ও ফিল সল্ট। অর্ধশতরান করলেন বাটলার। এই জয়ের ফলে ইংল্যান্ডের নেট রানরেট অনেকটা বেড়ে গেল। ফলে বিশ্বকাপের সেমিফাইনালে প্রথম দল হিসাবে জায়গা পাকা করল গত বারের বিশ্বচ্যাম্পিয়নেরা।

এইদিন টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় জস বাটলারের দল। আগে ব্যাটিং কর‍তে নেমে প্রথম ওভারেই আন্দ্রেয়াস গোসের উইকেট হারায় ইউএসএ।শুরুর ধাক্কা সামলে দলকে খাদের খিনারা থেকে টেনে তুলেন নিতিশ কুমার এবং স্টিভেন টেইলর।এই দুই ব্যাটার মিলে গড়েন ৩৪ রানের জুটি। তবে পাওয়ার প্লের পরেই খেল হারায় মার্কিনিরা।আদিল রশিদের জোড়া উইকেটে মাত্র ১১ ওভারের মধ্যেই ৪ উইকেট হারায় তারা।এরপরে কোনো ব্যাটার আর উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি।যদিও শেষের দিকে কিছু ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন মার্কিন অলরাউন্ডার কোরি এন্ডারসন। ২৯ রান করেন এই ব্যাটার। শেষের দিকে ক্রিস জর্দানের হ্যাট্রিকে মাত্র ১১৫ রানেই গুটিয় যায় তারা।
সংক্ষিপ্ত স্কোর :
ইউএসএ:১১৫/১০
নিতিশ কুমার:৩০(২৪)
কোরি এন্ডারসন :২৯(২৮)
ক্রিস জর্দান:২.৫-০-১০-৪
আদিল রশিদ:৪-০-১৩-২
ইংল্যান্ড :১১৭/০
জস বাটলার :৮৩*(৩৮)
পিল সল্ট:২৫*(২১)

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy