ইদের দিনেই মাঠে নামবে টাইগাররা
সুপার এইট নিশ্চিত করতে টাইগারদের সামনে এবার প্রতিপক্ষ নেপাল।নেপালের বিপক্ষে জয় পেলেই পরের রাউন্ডের টিকিট মিলবে টাইগারদের। গত ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে টাইগাররা। তাই নিঃসন্দেহে গত ম্যাচের ন্যায় এই ম্যাচেও জয়ের ধারা ধরে রাখতে চাইবে টাইগাররা।
ডি গ্রুপ থেকে টানা ৪ ম্যাচ জিতে আগেই সুপার এইট খেলা নিশ্চিত করেছে প্রোটিয়ারা।অন্যদিকে ৩ ম্যাচে ২ জয় নিয়ে টেবিলের ২ নম্বরে রয়েছে টাইগাররা। তাই এই ম্যাচ জিতলেই কোনো বাঁধা ছাড়া পরের রাউন্ড যেতে পারবে তারা।
অন্যদিকে উলটো চিত্র নেপালের।এইবারের আসরে এখনো পর্যন্ত কোনো জয়ের দেখা পায়নি তারা।ফলে বিশ্বকাপ থেকে ইতোমধ্যেই ছিটকে গিয়েছে তারা।যদিও বাংলাদেশকে ছেড়ে কথা বলতে রাজি নয় দলটি।
এইবারের আসরে দারুণ ছন্দে রয়েছে টাইগার বোলাররা।তবে দুশ্চিন্তার অন্য নাম ব্যাটিং।বিশেষ করে টপ-অর্ডার।লিটন,শান্ত,সৌম্য কেউ নেই ফর্মে।তবে গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠবে তারা এমনটাই চাওয়া কোটি ক্রিকেট ভক্তের। তবে বাংলাদেশকে আশা জাগাতে পারে তাওহিদ হৃদয়,সাকিব আল হাসানের ফর্ম।গত ম্যাচে দুর্দান্ত এক ফিফটি হাঁকান এই অলরাউন্ডার।
ব্যাটে -বলে লড়াই করে পরের রাউন্ডে পৌঁছাবে টাইগাররা এমনটাই প্রত্যাশা ভক্ত-সমর্থকদের।